ADVT. No. ER/01/2024
Online applications are invited by Airports Authority of India for the following post in the eastern region.
Post: Junior Assistant (Fire Service)
Total vacancy: 89
Eligibility: 10th Pass + 3 years approved regular Diploma in Mechanical / Automobile / Fire. (OR) b) 12th Pass (Regular Study)
Age: 18 to 30 years (as on 01/11/2024).
Pay Scale: Rs. 31000-Rs. 92000
Last Date of Online Application: 28/1/2025
এয়ারপোর্টস অথরিটিতে ৮৯ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কলকাতা অফিসের মাধ্যমে ইস্টার্ন রিজিয়নে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস) পদে ৮৯ জন নিয়োগ করা হবে৷ পশ্চিমবঙ্গ, বিহার, ওডিশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বাসিন্দারা আবেদনের যোগ্য। অনলাইনে দরখাস্ত করতে হবে ২৮ জানুয়ারি, ২০২৫-এর মধ্যে।
যোগ্যতা: মাধ্যমিক পাশের পরে মেকানিক্যাল / অটোমোবাইল / ফায়ার বিষয়ে ৩ বছরের রেগুলার ডিপ্লোমা পাশ হতে হবে অথবা রেগুলার পাঠ্যক্রমে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক অথবা ১ নভেম্বর, ২০২৪ অনুযায়ী কমপক্ষে ১ বছর আগে প্রদত্ত মাঝারি যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক অথবা ১ নভেম্বর, ২০২৪ অনুযায়ী কমপক্ষে ২ বছর আগে প্রদত্ত হালকা মোটরযান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।
বয়স: ১ নভেম্বর, ২০২৪ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর ও ওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷
শূন্যপদ: ৮৯ (জেনাঃ ৪৫, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ১২, ওবিসি-এনসিএল ১৪, আর্থিকভাবে অনগ্রসর ৮)৷
বেতনক্রম: প্রতি মাসে ৩১,০০০ টাকা থেকে ৯২,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে https://www.aai.aero/en/careers/recruitment ওয়েবসাইটের মাধ্যমে। দরখাস্ত ফি ১০০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপিশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷
Official website: www.aai.aero
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৫/১২/২০২৪)।