Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

1036 IN INDIAN RAILWAYS

CENTRALIZED EMPLOYMENT NOTICE (CEN) No. 07/2024

Indian Railway Recruitment Board invites applications for the following posts.

Post:  Post Graduate Teachers of different subjects, Scientific Supervisor (Ergonomics and Training), Trained Graduate Teachers of different subjects, Chief Law Assistant, Public Prosecutor  , Physical Training Instructor (English Medium), Scientific Assistant/Training, Junior Translator/Hindi, Senior Publicity Inspector, Staff and Welfare Inspector, Librarian, Music Teacher (Female), Primary Railway Teacher of different subjects, Assistant Teacher (Female) (Junior School), Laboratory Assistant/School, Lab Assistant Grade III (Chemist and Metallurgist).

Total Vacancy: 1036

Eligibility:  XII, Diploma, Degree, PG (Post-wise different)

Age-limit: Post-wise different

Salary: Post-wise different

Application Fee: Rs. 500 (SC, ST, ESM, Female, EBC, and Transgender is Rs. 250).

Last Date of Online Application:  6/2/2025

রেলে ১০৩৬ শিক্ষক, সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ও ইন্সপেক্টর  

কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ কলকাতা ও মালদা-সহ দেশের বিভিন্ন রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে পোস্ট গ্র্যাজুয়েট টিচার, সায়েন্টিফিক সুপারভাইজার, ট্রেইন্ড গ্র্যাজুয়েট টিচার, চিফ ল অ্যাসিস্ট্যান্ট, পাবলিক প্রসিকিউটর, ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেটর, সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর, লাইব্রেরিয়ান, মিউজিক টিচার, প্রাইমারি রেলওয়ে টিচার, প্রাইমারি টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে ১০৩৬ জন পুরুষ ও মহিলা নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি (বিজ্ঞপ্তি নং CEN 07/2024) প্রকাশিত হয়েছে৷ আবেদন করতে হবে অনলাইনে ৬ ফেব্রুয়ারি, ২০২৫-এর মধ্যে৷

যোগ্যতা: উচ্চমাধ্যমিক / ডিপ্লোমা / ডিগ্রি / পোস্ট গ্র্যাজুয়েট।  

বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷

মেডিক্যাল স্ট্যান্ডার্ড: B1 /C2 / C1৷

শূন্যপদ:

বেতন: পদ অনুযায়ী বিভিন্ন৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbkolkata.gov.in, মালদা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbmalda.gov.in, আহমেদাবাদ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbahmedabad.gov.in, আজমেঢ় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়  www.rrbajmer.gov.in, বেঙ্গালুরু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbbnc.gov.in, ভোপাল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbbpl.nic.in, ভুবনেশ্বর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbbbs.gov.in, বিলাসপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbbilaspur.gov.in, চণ্ডীগড় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbcdg.gov.in, চেন্নাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়  www.rrbchennai.gov.in, গোরক্ষপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbgkp.gov.in, গুয়াহাটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbguwahati.gov.in, প্রয়াগরাজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়  www.rrbald.gov.in, জম্মু-শ্রীনগর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbjammu.nic.in, মুম্বাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbmumbai.gov.in, পাটনা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbpatna.gov.in, রাঁচি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়  www.rrbranchi.gov.in, সেকেন্দ্রাবাদ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbsecunderabad.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ৫০০ টাকা (তপশিলি জাতি, তপশিলি উপজাতি, প্রাক্তন সমরকর্মী, শারীরিক প্রতিবন্ধী, মহিলা, তৃতীয় লিঙ্গ, সংখ্যালঘু, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য ২৫০ টাকা) অনলাইনে জমা দিতে হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণের পরে প্রার্থীরা দরখাস্ত ফি-র ৪০০ টাকা (তপশিলি জাতি, তপশিলি উপজাতি, প্রাক্তন সমরকর্মী, শারীরিক প্রতিবন্ধী, মহিলা, তৃতীয় লিঙ্গ, সংখ্যালঘু, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য ২৫০ টাকা) ফেরত পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, পারফরম্যান্স টেস্ট / টিচিং স্কিল টেস্ট (যদি প্রযোজ্য হয়), ট্রান্সলেশন টেস্ট (যদি প্রযোজ্য হয়), নথিপত্র যাচাই ও মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় ৯০ মিনিটে ১০০ নম্বরের পরীক্ষায় ১০০টি প্রশ্ন থাকবে এইসব বিষয়ে- প্রফেশনাল অ্যাবিলিটি (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর), জেনারেল অ্যাওয়ারনেস (১৫টি প্রশ্ন, ১৫ নম্বর), জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং (১৫টি প্রশ্ন, ১৫ নম্বর), ম্যাথেমেটিক্স (১০টি প্রশ্ন, ১০ নম্বর), জেনারেল সায়েন্স (১০টি প্রশ্ন, ১০ নম্বর)। তিনটি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ১ নম্বর কাটা যাবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষার পরে জুনিয়র ট্রান্সলেটর / হিন্দি পদের জন্য ট্রান্সলেশন টেস্ট এবং সমস্ত টিচার পদের জন্য পারফরম্যান্স টেস্ট / টিচিং স্কিল টেস্ট নেওয়া হবে। সফল প্রার্থীদের নথিপত্র যাচাই ও মেডিক্যাল টেস্টের জন্য ডাকা হবে৷

Official websitehttps://indianrailways.gov.in

Official Notification: https://www.rrbkolkata.gov.in/file/Final_CEN_Isolated_Cat%20Pub.pdf

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৫/১/২০২৫)।

Share it :

Leave a Reply