Offline applications are invited from eligible candidates for the following posts.
Post: PGT, TGT, NTT, Clerk, Helpers, Watchman.
Total vacancy: 14.
Eligibility: post wise different.
Age: post wise different.
Last Date for Submit Application: 20th January, 2025.
……………………………………..
এয়ারফোর্স স্কুল কানপুরে শিক্ষক ও অশিক্ষক কর্মী
এয়ারফোর্স স্কুল কানপুর পিজিটি ইকোনমিক্স, পিজিটি ফিজিক্যাল এডুকেশন, পিজিটি কম্পিউটার, টিজিটি ম্যাথস, টিজিটি সংস্কৃত, টিজিটি কম্পিউটার, এনটিটি, ক্লার্ক, হেল্পারস, ওয়াচম্যান পদে ১৪ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২০ জানুয়ারি, ২০২৫ এর মধ্যে৷
যোগ্যতা: কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ ও বি.এড পাশ হতে হবে৷ অথবা এমসিএ / এম.এসসি (কম্পিউটার সায়েন্স) পাশ অথবা কম্পিউটার সায়েন্স বিষয়ে বি.ই / বি.টেক / বি.এসসি বা বিসিএ পাশ অথবা ডোয়েক থেকে ‘এ’ লেভেল পাশ ও যেকোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট অথবা ডোয়েক থেকে ‘বি’ / ‘সি’ লেভেল পাশ হতে হবে৷ বি.এড পাশ বাধ্যতামূলক নয়৷ ইংরেজি ভাষায় সাবলীল হওয়া আবশ্যক৷ অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি পাশ হতে হবে এবং বি.এড পাশ হতে হবে৷ অথবা পিজিডিসিএ / এমসিএ / বিই পাশ হতে হবে৷ বি.এড পাশ বাধ্যতামূলক নয়৷ ইংরেজি ভাষায় সাবলীল হওয়া আবশ্যক৷ অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ নার্সারি টিচার্স ট্রেনিং এর ডিপ্লোমা বা নার্সারি / মন্টেসরি / প্রি-প্রাইমারি টিচার্স ট্রেনিং এ ডিপ্লোমা বা এলিমেন্টারি এডুকেশনে ডিপ্লোমা পাশ হতে হবে৷ ইংরেজি ভাষায় সাবলীল হওয়া আবশ্যক৷ অথবা গ্র্যাজুয়েট হতে হবে৷ ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৪০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ অথবা কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই৷ সংশ্লিষ্ট ট্রেডে কাজের দক্ষতা দেখে প্রার্থী বাছাই করা হবে (পদ অনুযায়ী বিভিন্ন)৷
বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷ বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন৷
আবেদন : দরখাস্ত করতে হবে www.afschoolkanpurcantt.com ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ নথিপত্রসহ দরখাস্ত অপর একটি মুখবন্ধ করা খামে ভরে স্পিড পোস্টোর মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে -To The Principal, Air Force School, Kanpur Cantt, Nathu Singh Road, Kanpur Cantt, Pin – 208004৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://afschoolkanpurcantt.com/
Official Notification: CLICK HERE
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৫/১/২০২৫)।