Indian Navy has invited applications from unmarried male & female candidates for a grant of Short Service Commission (SSC) for course commencing Jan 2026 onwards at Indian Naval Academy (INA) Ezhimala, Kerala.
Post: Officer (Executive Branch, Education Branch, Technical Branch)
Total vacancy: 270
Eligibility: B.Sc/B.Com/B.Sc. (IT), BE/B.Tech, PG
Age limit: Post wise different
Salary: Rs. 1,10,000
Last date of online application: 25/2/2025
নেভিতে ২৭০ অফিসার
ভারতীয় নৌবাহিনী শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে [Jan 2026 (ST 26) Course] এক্সিকিউটিভ ব্রাঞ্চ, এডুকেশন ব্রাঞ্চ ও টেকনিক্যাল ব্রাঞ্চে ২৭০ জন অবিবাহিত পুরুষ ও মহিলাকে অফিসার পদে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৫ ফেব্রুয়ারি, ২০২৫-এর মধ্যে৷
যোগ্যতা: বিই / বিটেক পাশ।
বয়স: পদ অনুযায়ী বিভিন্ন।
শূন্যপদ: ২৭০।
বেতনক্রম: ট্রেনিং শেষে প্রার্থীরা সাব-লেফটেন্যান্ট পদে নিযুক্ত হলে প্রারম্ভিক বেতন হবে ১,১০,০০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে৷
Official Website: www.joinindiannavy.gov.in
Official Notification: CLICK HERE
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১২/২/২০২৫)।