Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

18 NON-TEACHING POSTS IN COLLEGE

Ref. No. SLC/Recruit/2025/328

Shyam Lal College invites online applications for the following post.

Post: Assistant, Jr. Assistant, Laboratory Assistant, Laboratory Attendant, Library Attendant.

Total vacancy: 18

Eligibility: Class X, Class XII, Graduate

Age-limit:  Post-wise different

Pay Scale:  Post-wise different

Last Date of Online Application:  14/2/2025

কলেজে ১৮ অশিক্ষক কর্মী

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শ্যামলাল কলেজ ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, লাইব্রেরি অ্যাটেনডেন্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট পদে ১৮ জন কর্মী নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৪ ফেব্রুয়ারি, ২০২৫-এর মধ্যে৷

যোগ্যতা: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সার্টিফিকেট পাশ।

বয়স: পদ অনুযায়ী বিভিন্ন।

শূন্যপদ: ১৮

বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন।

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.slc.du.ac.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ১০০০ টাকা (ওবিসি ও আর্থিকভাবে অনগ্রসরদের বেলায় ৮০০ টাকা এবং তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের বেলায় ৫০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷

Official website:  www.slc.du.ac.in

Official Notification: CLICK HERE

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১২/২/২০২৫)

Share it :

Leave a Reply