Applications are being invited from the eligible candidates by Department of Posts, Ministry of Communication, Government of India for engagement of following post.
Post: Gramin Dak Sevaks (GDS) as BPM,ABPM, Dak Sevak.
Total Vacancy: 21,413
Eligibility: 10th pass, Knowledge of local language, cycling & computer.
Age limit: 18-40 years as on 3/3/2025
Salary: BPM- Rs. 12,000 – Rs. 29,380, ABPM/Dak Sevak- Rs. 10,000 – Rs. 24,470.
Last Date of Online Application: 3/3/2025
ডাকবিভাগে ২১,৪১৩ গ্রামীণ ডাকসেবক
ভারতীয় ডাক বিভাগ সারা ভারতে পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন পোস্টাল সার্কেলে ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডাকসেবক পদে ২১,৪১৩ জন গ্রামীণ ডাকসেবক (জিডিএস) নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩ মার্চ, ২০২৫-এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: ইংরেজি ও অঙ্ক-সহ মাধ্যমিক পাশ হতে হবে এবং মাধ্যমিক পর্যন্ত স্থানীয় ভাষা পড়ে থাকতে হবে, সঙ্গে সাইকেল চালানো ও কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে৷
বয়স: ৩ মার্চ, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷
শূন্যপদ: মোট শূন্যপদ ২১,৪১৩৷
বেতনক্রম: ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের বেলায় ১২,০০০ টাকা থেকে ২৯,৩৮০ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডাকসেবক পদের বেলায় ১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে https://indiapostgdsonline.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ মহিলা, তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও ট্রান্সউইমেন প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷
Official Website: https://indiapostgdsonline.gov.in
Official Notification: CLICK HERE
Vacancy list: CLICK HERE
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৯/২/২০২৫)।