Advertisement Number: NIELIT/NDL/STQC/2025/1
National Informatics Centre invites applications for the following posts.
Post: Scientific Assistant
Total vacancy: 78
Eligibility: Bachelor’s Degree, Master’s Degree in relevant disciplines
Age: 30 years as on 18/03/2025
Salary: Rs. 35400 – Rs. 112400
Last Date of Online Application: 18/03/2025 till 5:30pm
কেন্দ্রীয় সংস্থায় ৭৮ অ্যাসিস্ট্যান্ট
কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে ৭৮ জন নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে ১৮ মার্চ, ২০২৫ বিকাল সাড়ে ৫টা-র মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং সিকিউরিটি / সফটওয়্যার সিস্টেম / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রিক্যাল / ইনফরমেটিক্স বিষয়ে বিই / বিটেক / এমসিএ / এমএস / এমএসসি পাশ হতে হবে।
বয়স: ১৮ মার্চ, ২০২৫ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
শূন্যপদ: ৭৮।
বেতনক্রম: প্রতি মাসে ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা।
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে https://recruit-delhi.nielit.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ৮০০ টাকা অনলাইনে জমা দিতে হবে। তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷
Official Website: https://recruit-delhi.nielit.gov.in/
Official Notification: CLICK HERE
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৯/২/২০২৫)।