Advertisement No. ICMR-NIRBI/Admn/03/Rect/2024-25
ICMR-National Institute for Research in Bacterial Infections invites online applications for the following posts.
Post: Assistant, Upper Division Clerk, Lower Division Clerk.
Total vacancy: 11. Assistant: 3, Upper Division Clerk: 3, Lower Division Clerk: 5.
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application: will be notified later.
……………………………
কেন্দ্রীয় গবেষণা সংস্থায় ১১ কর্মী
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ গবেষণা প্রতিষ্ঠান আইসিএমআর- ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশনস অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, লোয়র ডিভিশন ক্লার্ক পদে ১১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) অ্যাসিস্ট্যান্ট, পোস্ট কোড ASST01: যে কোনো বিষয়ে ৩ বছরের ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(২) আপার ডিভিশন ক্লার্ক, পোস্ট কোড UDC02: যে কোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷
(৩) লোয়ার ডিভিশন ক্লার্ক, পোস্ট কোড LDC02: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৪, তঃজাঃ ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
উল্লিখিত সব পদের বেলায় ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি হলে ১৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ হলে ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://www.niced.org.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ২০০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / মহিলা / শারীরিক প্রতিবন্ধী/ প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় ১৬০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ দরখাস্ত পূরণের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি৷ প্রার্থীদের সুবিধার্থে আগে থেকে বিজ্ঞপ্তি অনুযায়ী খবর করা হল৷ দরখাস্ত পূরণের তারিখ ঠিক হলে ‘কর্মসংসৃকতি’ পত্রিকা ও ওয়েবসাইটে তা জানানো হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://www.niced.org.in/noticeboard/NICED-Placements.htm
Official Notification: CLICK HERE