Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

1161 CONSTABLES IN CISF

Central Industrial Security Force invites applications for the following post.

Post: Constable/Tradesman

Total Vacancy: 1161

Eligibility: 10th Pass

Age Limit: 18-23 years as on 1/8/2025

Pay Level: Rs. 21,700 – Rs. 69,100

Application Fee: Rs. 100 (No fee for SC/ST/ESM/Women)

Last Date of Online Application: 3/4/2025

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে

১১৬১ কনস্টেবল / ট্রেডসম্যান

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স কুক, কবলার, টেলর, বার্বার, ওয়াশারম্যান, সুইপার, পেন্টার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, মালি ও ওয়েল্ডার ট্রেডে কনস্টেবল / ট্রেডসম্যান পদে ১১৬১ জন পুরুষ ও মহিলা নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৫ মার্চ, ২০২৫ থেকে ৩ এপ্রিল, ২০২৫-এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: সুইপার ট্রেডে আবেদনের জন্য কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। অন্যান্য ট্রেডে আবেদনের জন্য কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই ট্রেনিংপ্রাপ্ত হলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স: ১ আগস্ট, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৩ বছরের মধ্যে।

শূন্যপদ: ১১৬১।

বেতনক্রম: ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://cisfrectt.cisf.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে বা অফলাইনে জমা দিতে হবে৷ মহিলা, তপশিলি সম্প্রদায় ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷

Official Websitehttps://cisfrectt.cisf.gov.in

Official Notification: CLICK HERE

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৬/২/২০২৫)।

Share it :

Leave a Reply