Advt. No. R&P/311/2024
Delhi University invites online applications from eligible candidates for the following posts.
Post: Assistant, Sr. Assistant & Assistant Registrar
Total Vacancy: 137
Eligibility: Graduation, PG
Age limit: Post-wise different
Salary: Post-wise different
Last Date of Online Application: 28/2/2025
দিল্লি বিশ্ববিদ্যালয়ে ১৩৭ অশিক্ষক কর্মী
দিল্লি বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ও অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে ১৩৭ জন নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৮ ফেব্রুয়ারি, ২০২৫-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ND0401): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা সমতুল পাশ হতে হবে ও প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি শব্দ বা ৩০টি হিন্দি শব্দ টাইপের গতি থাকতে হবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা সমতুল পদে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। কম্পিউটার অপারেশনের কাজে দক্ষ হতে হবে। বয়স: ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ অনুযায়ী ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮০। বেতনক্রম: লেভেল-৪ অনুযায়ী।
(২) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ND0601): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা সমতুল পাশ হতে হবে ও অ্যাসিস্ট্যান্ট বা সমতুল পদে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। কম্পিউটার অ্যাপ্লিকেশন সংক্রান্ত কাজে দক্ষ হতে হবে। বয়স: ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪৬। বেতনক্রম: লেভেল-৬ অনুযায়ী।
(৩) অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার (পোস্ট কোড ND1001): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহযে কোনো শাখায় মাস্টার ডিগ্রি বা সমতুল পাশ হতে হবে। বয়স: ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১১। বেতনক্রম: লেভেল-১০ অনুযায়ী।
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.du.ac.in ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইনে দরখাস্ত ফি ১০০০ টাকা জমা দিতে হবে৷ মহিলা, ওবিসি-এনসিএল ও আর্থিকভাবে অনগ্রসরদের বেলায় ৮০০ টাকা এবং তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধীদের বেলায় ৬০০ টাকা দরখাস্ত ফি দিতে হবে৷
Official Website: www.du.ac.in
Official Notification: CLICK HERE
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৬/২/২০২৫)।