Mishra Dhatu Nigam Limited, Kanchanbagh, Hyderabad invites applications for Apprenticeship training.
Post: Apprentice
Total Vacancy: 70
Metallurgy Engineering- 12 (Graduate), 8 (Technician)
Mechanical Engineering- 12 (Graduate), 10 (Technician)
Electrical Engineering/ EEE- 8 (Graduate), 5 (Technician)
Civil Engineering- 4 (Graduate), 2 (Technician)
Electronics & Communication Engineering- 4 (Graduate)
Commercial & Computer Practice- 5 (Technician)
Eligibility: Graduate/Diploma holders in relevant Engineering streams (passed out during Nov.2018/2019/2020 & 2021).
Age limit: As per Apprenticeship Rules.
Training Period: 1 year
Monthly Stipend: Graduate: Rs. 9000, Technician: Rs. 8000
Last date of online application: 13th November, 2021
…………………………………..
মিশ্র ধাতু নিগম লিমিটেড, হায়দ্রাবাদ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস পদে ৭০ জন নিয়োগ করবে৷ নভেম্বর ২০১৮ / ২০১৯ / ২০২০ ও ২০২১ সালে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় গ্র্যাজুয়েট / ডিপ্লোমা পাশ প্রার্থীরা আবেদনের যোগ্য৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৩ নভেম্বর, ২০২১-এর মধ্যে৷
শাখা অনুযায়ী শূন্যপদ : (১) মেটালার্জি ইঞ্জিনিয়ারিং : গ্র্যাজুয়েট – ১২, টেকনিশিয়ান – ৮৷ (২) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং : গ্র্যাজুয়েট – ১২, টেকনিশিয়ান – ১০৷ (৩) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইইই : গ্র্যাজুয়েট – ৮, টেকনিশিয়ান – ৫৷ (৪) সিভিল ইঞ্জিনিয়ারিং : গ্র্যাজুয়েট – ৪, টেকনিশিয়ান – ২৷ (৫) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি : গ্র্যাজুয়েট – ৪৷ (৬) কমার্শিয়াল অ্যান্ড কম্পিউটার প্র্যাক্টিস : টেকনিশিয়ান – ৫৷
অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী তপশিলি সম্প্রদায়ভুক্ত / ওবিসি / শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত রয়েছে৷
ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড : ট্রেনিং হবে ১ বছরের৷ গ্র্যাজুয়েট প্রার্থীরা প্রতি মাসে ৯,০০০ টাকা ও টেকনিশিয়ান প্রার্থীরা প্রতি মাসে ৮,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম পোর্টাল www.mhrdnats.gov.in-এর মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ ১০ নভেম্বর, ২০২১-এর মধ্যে উল্লিখিত পোর্টালে এনরোলমেন্ট করতে হবে৷ এরপর নির্দেশানুসারে দরখাস্ত পূরণ করে তা সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : সার্টিফিকেট ভেরিফিকেশনের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এই ঠিকানায় – মিশ্র ধাতু নিগম লিমিটেড, কাঞ্চনবাগ, হায়দ্রাবাদ-৫০০০৫৮, তেলেঙ্গানা৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://midhani-india.in/
Official Notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/11/Notification_MIDHANI_2021-22.pdf
Enroll Online: www.mhrdnats.gov.in