Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষার সেরা প্রশিক্ষণকেন্দ্র বাণিক

পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতে সরকারি চাকরির পরীক্ষার প্রশিক্ষণ লাভের অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্র বাণিক শিক্ষা প্রতিষ্ঠান। রাজ্যের ছেলেমেয়েদের সরকারি চাকরির পরীক্ষায় সাফল্য এনে দিয়ে সুনিশ্চিত কেরিয়ার ও ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সম্পূর্ণভাবে প্রস্তুত করে তোলার জন্য এই প্রতিষ্ঠানের রয়েছে উপযুক্ত পরিকল্পনা, পর্যাপ্ত পরিকাঠামো ও সঠিক গাইডেন্স। বিজ্ঞানসম্মত উপায়ে দেশের সেরা শিক্ষাবিদদের অধীনে অনলাইনে ও অফলাইনে স্বল্প খরচায় বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার উপযোগী কোর্স পড়ার সুবর্ণ সুযোগ বাণিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রদান করছে। বর্তমানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, ব্যাংকিং, স্টাফ সিলেকশন কমিশন, রেলওয়ের বিভিন্ন পরীক্ষার নতুন ব্যাচে (অনলাইন ও অফলাইন) ভর্তি চলছে। নতুন ব্যাচ শুরু হতে চলেছে ১ মে, ২০২৫ থেকে। মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এখানে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। উল্লিখিত সকল কোর্সের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে দেশের সেরা ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দ, দুর্মূল্য টেস্ট সিরিজ, বিশেষ স্টাডি মেটিরিয়াল, প্রযুক্তি-নির্ভর কোচিং ক্লাস, নিয়মিত পরীক্ষা, চাকরির উপযোগী মাসিক পত্রিকা, কারেন্ট অ্যাফেয়ার্স, ফ্রি প্র্যাকটিস টেস্ট, ফ্রি টেস্ট অ্যান্ড ডিসকাশন, সংবাদপত্র পাঠের ক্লাস, ডাউট ক্লিয়ারিং ক্লাস ও নিজস্ব লাইব্রেরি। প্রিলিমিনারি ও মেইন লিখিত পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউতে একজন প্রার্থীকে সফল করে তোলার দিকেও বিশেষ নজর রাখা হয়। তাই অনলাইন ও অফলাইনে বিশেষ ক্লাসের মাধ্যমে বিভিন্ন চাকরির পরীক্ষার ইন্টারভিউয়ের প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বিপুল সংখ্যক ছাত্রছাত্রী বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে বেশ সুনামের সঙ্গে কর্মরত। অন্যান্য তথ্য বিশদে জানতে ও চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য দ্রুত যোগাযোগ করুন এই ঠিকানায়- VANIK, Sealdah Smart Bazar Complex, 6th Floor, Kolkata- 700014। ফোন- 7449556677। ওয়েবসাইট www.vanik.org

Share it :

Leave a Reply