Notice No. PLR/Later/02/2025/06
Damodar Valley Corporation invites online applications for the following post.
Post: Deputy Manager.
Total vacancy: 67.
Eligibility: engineering degree pass.
Age-limit: within 35 years (as on 15/05/2025).
Pay Scale: 67,700/- to 2,08,700/-.
Last Date of Online Application: 15th April, 2025.
………………………………………………………।।
দামোদর ভ্যালি কর্পোরেশনে ৬৭ ডেপুটি ম্যানেজার
দামোদর ভ্যালি কর্পোরেশন ডেপুটি ম্যানেজার পদে ৬৭ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ১৫ মে, ২০২৫ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি হলে ১৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৫ মে, ২০২৫ এর মধ্যে৷
যোগ্যতা: কমপক্ষে ৬৫ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৬০ শতাংশ) মেকানিক্যাল / প্রোডাকশন / ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং / প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং / থার্মাল / মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন / পাওয়ার ইঞ্জিনিয়ারিং / সিভিল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড কন্ট্রোল / পাওয়ার ইঞ্জিনিয়ারিং / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল / ইনস্ট্রুমেন্টেশন / অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং / শাখায় পূর্ণ সময়ের ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ অথবা কমপক্ষে ৬৫ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৬০ শতাংশ) এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট বিষয়ে পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশ বা গ্র্যাজুয়েট সঙ্গে এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং / এনভায়রনমেন্ট সায়েন্স / এনভায়রনমেন্টাল সিস্টেম ম্যানেজমেন্ট বিষয়ে পিজি ডিগ্রি / ডিপ্লোমা বা এম.এসসি / এম.টেক পাশ হতে হবে৷
বেতনক্রম: ৬৭,৭০০ টাকা থেকে ২,০৮,৭০০ টাকা৷
আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনে www.dvc.gov.in ওয়েবসাইটে৷ আবেদনের ফি গ্রুপ এ পদের বেলায় ৩০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷
Official Website: https://www.dvc.gov.in/cms-web/recruitment-notices
Official Notification: CLICK HERE
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৭/৫/২০২৫)।