Notice No: 01/Rectt/2025
King George’s Medical University, Lucknow invites online applications for the following post.
Post: Nursing Officer.
Total vacancy: 733
Eligibility: 1. (i) B.Sc. (Hons.) Nursing/B.Sc Nursing from an Indian Nursing Council recognized Institute or University OR B.Sc. (Post certificate) / Post Basic B.Sc Nursing from an Indian Nursing Council recognized Institute or University. (ii) Registered as Nurse & Midwife in State /India Nursing Council OR 2. (i) Diploma in General Nursing Midwifery from an Indian Nursing Council recognized Institute/Board or council (ii) Registered as Nurse & Midwife in State / Indian Nursing Council, (iii) Two years experience in a minimum 50 bedded Hospital.
Pay scale: Level-7
Last date of online application: 31/05/2025
……………………………………………………………………………………..
বিশ্ববিদ্যালয়ে ৭৩৩ নার্সিং অফিসার
কিং জর্জস মেডিক্যাল ইউনিভার্সিটি, লখনউ নার্সিং অফিসার পদে ৭৩৩ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩১ মে, ২০২৫-এর মধ্যে৷
যোগ্যতা: বিএসসি (অনার্স) নার্সিং / বিএসসি নার্সিং / বিএসসি (পোস্ট সার্টিফিকেট) / পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাশ হতে হবে বা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে ও ৫০ শয্যাবিশিষ্ট কোনো হাসপাতালে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ স্টেট / ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অধীন নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে নাম নথিভুক্ত থাকা আবশ্যক৷
আবেদন: দরখাস্ত করতে হবে অনলাইনে www.kgmu.edu.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ২০০০ টাকা (১%জিএসটি অতিরিক্ত) অনলাইনে জমা দিতে হবে ২৫ মে, ২০২৫-এর মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ের বেলায় দরখাস্ত ফি ১২০০ টাকা (১% জিএসটি অতিরিক্ত)৷
Official website: www.kgmu.edu.in
Official notification: CLICK HERE
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৭/৫/২০২৫)।