Advt No. NCMR/03/2025
The National Centre for Medium Range Weather Forecasting (NCMRWF) invites online applications for the following posts.
Post: Project Scientist III, Project Scientist II, Project Scientist I, JRF/SRF/RF, Technical Officer, Scientific Consultant / Subject Expert.
Total vacancy: 32. Project Scientist III: 5, Project Scientist II: 13, Project Scientist I: 1, JRF/SRF/RF: 9, Technical Officer: 4, Scientific Consultant / Subject Expert: 2.
Eligibility: poste wise different.
Age-limit: poste wise different.
Pay Scale: poste wise different.
Last Date of Online Application: 24th May, 2025 till 5 pm.
……………………………………………..
ভূ–বিজ্ঞান মন্ত্রকে ৩৪
কেন্দ্রীয় সরকারের ভূ-বিজ্ঞান মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টিং প্রোজেক্ট সায়েন্টিস্ট থ্রি, প্রোজেক্ট সায়েন্টিস্ট টু, প্রোজেক্ট সায়েন্টিস্ট ওয়ান, জেআরএফ / এসআরএফ/ আরএফ, টেকনিক্যাল অফিসার, সায়েন্টিফিক কনসালট্যান্ট / সাবজেক্ট এক্সপার্ট পদে ৩৪ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৪ মে, ২০২৫ বিকেল ৫টার মধ্যে৷
যোগ্যতা: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ মেটিয়োরোলজি / ইলেকট্রনিক্স / ম্যাথমেটিক্স / অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স / স্ট্যাটিসটিক্স / আর্থ সায়েন্সে স্পেশালাইজেশন নিয়ে মেটিয়োরোলজি / ওশনোগ্রাফি / অ্যাটমোস্ফেরিক সায়েন্স / ক্লাইমেট সায়েন্স / ফিজিক্স / জিয়োফিজিক্স বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে বা বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ম্যাথমেটিক্স (অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স সহ) / স্ট্যাটিসটিক্স (অ্যাপ্লায়েড স্ট্যাটিসটিক্স সহ) / ফিজিক্স / মেটিয়োরোলজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে বা কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি বিষয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ অথবা অ্যাটমোস্ফেরিক / ওশানিক / ক্লাইমেট সায়েন্স / হাইড্রোমেটিয়োরোলজি / ফিজিক্স / ম্যাথমেটিক্স বিষয়ে পিএইচ.ডি ডিগ্রি থাকতে হবে বা এম.ই / এম.টেক পাশ হতে হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)।
আবেদন: দরখাস্ত করতে হবে অনলাইনে https://vacancies.incois.gov.in/jobs/ncmrwf0325/home.jsp ওয়েবসাইটে ৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন এই ওয়েবসাইট https://www.ncmrwf.gov.in/vacancy.php৷
Official Website: https://www.ncmrwf.gov.in/vacancy.php
Official Notification: CLICK HERE
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৭/৫/২০২৫)।