Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

86 TECNICIAN-1  IN CSIR-NAL

Advt. No. 05/2025

CSIR – National Aerospace Laboratorie invites  online applications for the following post.

Post: Technician-1.

Total vacancy: 86.

Eligibility: disciple wise different.

Age limit: within 28 years (10/07/2025)

Pay scale:  19,900/- to 63,200/-.

Last date of Online Application: 10th July, 2025 till 5:00 pm.

…………………………………………….

ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিতে ৮৬ টেকনিশিয়ান

কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীন সিএসআইআর-ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরি টেকনিশিয়ান-১  পদে ৮৬ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ১০ জুলাই, ২০২৫ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ দরখাস্ত পাঠাতে হবে ১০ জুলাই, ২০২৫ বিকেল ৫টার মধ্যে৷

যোগ্যতা: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট  ট্রেডে আইটিআই সার্টিফিকেট বা ন্যাশনাল / স্টেট সার্টিফিকেট থাকতে হবে অথবা সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের অ্যাপ্রেন্টিস ট্রেনিং থাকতে হবে অথবা সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ (শাখা অনুযায়ী বিভিন্ন)।

বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

আবেদন : অনলাইনে দরখাস্ত করতে হবে https://www.nal.res.in ওয়েবসাইটে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://recruit.nal.res.in/

Official Notification: https://recruit.nal.res.in/advertisement/20250602161302_FINAL%20ADVERTISEMENT%20(06.06.25).pdf

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৫/৬ /২০২৫)

Share it :

Leave a Reply