Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

EMPLOYMENT IN INDIAN NAVY THROUGH FREE B.TECH COURSE

10+2 (B.Tech) CADET ENTRY SCHEME (PERMENT COMMISSION) – JAN 2026

Online applications are invited from unmarried male and female candidates to join Indian Naval Academy for a four year B.Tech degree course [10+2 (B.Tech) Cadet Entry Scheme (Permanent Commission)]      

Post: Sub-Lieutenant

Total vacancy: 44..

Eligibility: Passed HS with 70% aggregate marks in Physics, Chemistry and Mathematics and at least 50% marks in English either in Class X or Class XII.

Age limit: Born between 02/07/2006 to 01/07/2009.

Pay Scale:  as per Indian Navy standard.

Last Date of Online Application: from 30th June to 14th July, 2025.

………………………………………..

বিনা খরচে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে নেভিতে চাকরি

ভারতীয় নৌবাহিনী ‘১0+২ (বি.টেক) ক্যাডেট এন্ট্রি স্কিম (পার্মানেন্ট কমিশন) কোর্স’-এর মাধ্যমে ৪ বছরের বিটেক কোর্স করিয়ে ৪৪ জন অবিবাহিত ছেলে ও মেয়েদের নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩০ জুন থেকে ১৪ জুলাই, ২০২৫-এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: ফিজিক্স, কেমিস্ট্রি ও অঙ্ক বিষয়ে কমপক্ষে মোট ৭০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিকে পাশ হতে হবে৷ মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ইংরেজি বিষয়ে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে৷ ২০২৫ সালের জেইই (মেইন) পরীক্ষায় অংশগ্রহণকারী হতে হবে৷  বয়স: ২ জুলাই, ২০০৬ থেকে ১ জানুয়ারি, ২০০৯ তারিখের মধ্যে প্রার্থীর জন্ম তারিখ হতে হবে৷ শূন্যপদ: এক্সিকিউটিভ অ্যান্ড টেকনিক্যাল ব্রাঞ্চ: ৪৪৷ মেয়েদের জন্য সর্বাধিক ৬টি শূন্যপদ রয়েছে৷

আবেদন: অনলাইনে দরখাস্ত করতে হবে www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://www.joinindiannavy.gov.in/

Official Notification: Click Here

Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৫/৬ /২০২৫)

Share it :

Leave a Reply