Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

34 VACANCIES IN NRSC

Advt No. NRSC/RMT/2/2025

Online applications are invited for filling up the following posts in National Remote Sensing Centre.

Post: Research Scientist, Project Scientist-I, Project Scientist-B, Project Associate-I, Junior Research Fellow (JRF).

Total vacancy: 34.

Eligibility: post wise different.

Age-limit: post wise different.

Pay Scale: post wise different.

Last Date of Online Application: 11th July, 2025 till 5 pm.

……………………………………………………..

রিমোট সেন্সিং সেন্টারে ৩৪ সায়েন্টিস্ট, অ্যাসোসিয়েট, জেআরএফ

কেন্দ্রীয় সরকারের মহাকাশ বিভাগের অধীনস্থ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের একটি অন্যতম প্রাইমারি সেন্টার ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার রিসার্চ সায়েন্টিস্ট, প্রোজেক্ট সায়েন্টিস্ট-১, প্রোজেক্ট সায়েন্টিস্ট-বি, প্রোজেক্ট অ্যাসোসিয়েট-১, জুনিয়র রিসার্চ ফেলো পদে ৩৪ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১১ জুলাই, ২০২৫ বিকেল ৫টার মধ্যে৷

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে এম.ই / এম.টেক পাশ হতে হবে সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে বিই / বিটেক পাশ হতে হবে৷ অথবা সংশ্লিষ্ট বিষয়ে এম.ই / এম.টেক বা সংশ্লিষ্ট বিষয়ে এম.এসসি / এম.এসসি টেক পাশ হতে হবে (পদ অনুযায়ী বিভিন্ন)৷

 বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷ বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন৷

আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনে www.nrsc.gov.in/Career_Apply ওয়েবসাইটের মাধ্যমে৷  দরখাস্ত ফি ২৫০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ লিখিত পরীক্ষায় অবতীর্ণ হবার পর তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের বেলায় পুরো ২৫০ টাকা রিফান্ড করে দেওয়া হবে৷

Official Website: https://www.nrsc.gov.in/Career_Apply?language_content_entity=en

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২/৭ /২০২৫)

Share it :

Leave a Reply