ADVERTISEMENT NO: BOB/HRM/REC/ADVT/2025/05
Online applications are invited from eligible Indian Citizens for the following posts in Bank of Baroda.
Post: Local Bank Officer.
Total vacancy: 2500.
Eligibility: Graduation in any discipline from a recognized University / Institute {including Integrated Dual Degree (IDD)}. Professional qualifications in Chartered Accountant, Cost Accountant, Engineering, or Medical are also eligible.
Age: 21 to 30 years (as on 01/07/2025).
Pay Scale: Rs. 48,480/- to Rs. 85,920/-.
Last Date of Online Application: 24th July, 2025
…………………………………………
ব্যাঙ্ক অফ বরোদায় ২৫০০ লোকাল ব্যাঙ্ক অফিসার
ব্যাঙ্ক অফ বরোদা ‘লোকাল ব্যাঙ্ক অফিসার’ পদে ২৫০০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৪ জুলাই, ২০২৫-এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যাকাউন্ট্যান্ট প্রার্থীরাও দরখাস্ত করতে পারবেন৷ শিক্ষালাভের পর প্রার্থীদের কোনো শিডিউলড বাণিজ্যিক ব্যাঙ্ক / আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কে অফিসার পদে ১ বছর (১ জুলাই, ২০২৫ এর হিসেবে) কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২৫ এর হিসেবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে৷
বেতনক্রম: ৪৮,৪৮০ টাকা থেকে ৮৫,৯২০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷ নির্বাচিত প্রার্থীদের প্রথমে ১ বছর প্রবেশন পিরিয়ডে থাকতে হবে৷
আবেদন: দরখাস্ত করতে হবে অনলাইনে www.bankofbaroda.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ৮৫০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / প্রাক্তন সমরকর্মী / শারীরিক প্রতিবন্ধী / মহিলা প্রার্থীদের বেলায় ১৭৫ টাকা) অনলাইনে জমা করতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://www.bankofbaroda.in/career/current-opportunities
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৯/৭ /২০২৫)।