Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

2119 Gr. B & Gr. C in DSSSB

Advt. no. 01/25

Delhi Subordinate Services Selection Board invites online applications for the following posts.

Post: Malaria Inspector, Ayurvedic Pharmacist, PGT, Domestic Science Teacher, Assistant, Technician, Pharmacist (Ayurveda), Warder, Laboratory Technician, Senior Scientific Assistant.

Total vacancy: 2119.

Eligibility: 10th/12th/Diploma/Degree/PG (post-wise different).

Age limit: Post-wise different.

Pay scale:  Post-wise different.

Last Date of Online Application: 7th August, 2025.

………………………………………………………………………………………………………………………….

দিল্লি সাবর্ডিনেট সার্ভিসে ২১১৯ গ্রুপ-বিও গ্রুপ-সি

দিল্লি সাব-অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল সরকারের অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থায় ম্যালেরিয়া ইন্সপেক্টর, আয়ুর্বেদিক ফার্মাসিস্ট, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, ডোমেস্টিক সায়েন্স টিচার, অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, ওয়ার্ডার, ল্যাবরেটরি টেকনিশিয়ান,  সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে ২১১৯ জন  ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৮ জুলাই, ২০২৫ দুপুর ১২টা থেকে ৭ আগস্ট, ২০২৫ এর মধ্যে৷

যোগ্যতা: বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ স্যানিটারি ইন্সপেক্টর বা ম্যালেরিয়া ইন্সপেক্টর এর ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে৷ মশা নিয়ন্ত্রণ ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা  বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ প্রশিক্ষিত আয়ুর্বেদিক কমপাউন্ডার হতে হবে৷ কোনো আয়ুর্বেদিক ফার্মাসিতে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ আর্কিটেকচার বা সিভিল / মেকানিক্যাল  ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ বি.এড / বি.এ.এড / বি.এসসি.এড পাশ হতে হবে৷ অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ ইংরেজি / সংস্কৃত / হর্টিকালচার /  এগ্রিকালচার /  বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ বি.এড অথবা বি.এ.বি.এড / বি.এসসি.বি.এড পাশ বা তিন বছরের বি.এড- এম.এড পাশ হতে হবে৷ অথবা ডোমেস্টিক সায়েন্স / হোম সায়েন্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ টিচিং সাবজেক্ট হিসেবে ডোমেস্টিক সায়েন্স / হোম সায়েন্স বিষয় নিয়ে বি.এড পাশ হতে হবে৷ মাধ্যমিক স্তরে হিন্দি বিষয় পড়ে থাকলে ভালো হয়৷ অথবা বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ অপারেশন রুম অ্যাসিস্ট্যান্ট কোর্স পাশ হতে হবে৷ অথবা মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কোনো সরকারি / সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে উপবেদ / ভেষজ কল্পক বিষয়ে ২ বছরের ট্রেনিং নিয়ে থাকতে হবে৷ অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন৷ অথবা কেমিস্ট্রি বিষয় নিয়ে বি.এসসি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ অথবা কেমিস্ট্রি / ফার্মাসি / বায়োকেমিস্ট্রি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশের পর ড্রাগের কেমিক্যাল অ্যানালিসিস এর কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ফার্মাসি / সায়েন্স (কেমিস্ট্রি, বটানি ও জুলজি) বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশের পর ড্রাগের কেমিক্যাল অ্যানালিসিস এর কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা মাইক্রোবায়োলজি / ফার্মাসি / বটানি / বায়োকেমিস্ট্রি / বায়োটেকনোলজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশের পর ড্রাগের মাইক্রোবায়োলজিক্যাল টেস্টিং এর কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা মাইক্রোবায়োলজি / ফার্মাসি / বটানি / বায়োকেমিস্ট্রি / বায়োটেকনোলজি / সায়েন্স (কেমিস্ট্রি / বটানি / জুলজি) বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশের পর ড্রাগের মাইক্রোবায়োলজিক্যাল টেস্টিং এর কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ (পদ অনুযায়ী বিভিন্ন)

বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷ বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন৷

আবেদন: দরখাস্ত করতে হবে অনলাইনে  www.dsssbonline.nic.in  ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্তের ফি  ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://dsssb.delhi.gov.in/

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৯/৭ /২০২৫)

Share it :

Leave a Reply