Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

1007 SPECIALIST OFFICERS IN NATIONALISED BANKS THROUGH IBPS

Institute of Banking Personnel Selection is inviting applications for recruitment to Specialist Officers’ posts through Common Recruitment Process (CRP SPL-XV).

Post: I.T. Officer, Agricultural Field Officer, Rajbhasha Adhikari, Law Officer, HR/Personnel Officer, Marketing Officer.

Total Vacancy: 1007. I.T. Officer: 203, Agricultural Field Officer: 310, Rajbhasha Adhikari: 78, Law Officer: 56, HR/Personnel Officer: 10, Marketing Officer: 350.

Eligibility: post wise different.

Age limit: 20 to 30 years (as on 01.07.2025).

Application fee: Rs. 850 (Rs. 175 for SC/ST/PWDs)

Last Date of Online Application: 21st July, 2025

………………………………………….

আই.বি.পি.এসএর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ১০০৭ স্পেশালিস্ট অফিসার

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস) দ্বারা আয়োজিত কমন রিক্রুটমেন্ট প্রসেস (CRP SPL-XV)-এর মাধ্যমে দেশের ১১ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আইটি অফিসার, অ্যাগ্রিকালচারাল ফিল্ড অফিসার, রাজভাষা অধিকারী, ল অফিসার, এইচআর / পার্সোনেল অফিসার, মার্কেটিং অফিসার পদে ১০০৭ জন স্পেশালিস্ট অফিসার নিয়োগ করা হবে৷ বয়স হতে হবে ১ জুলাই, ২০২৫ অনুযায়ী ২০ থেকে ৩০ বছরের মধ্যে৷ জন্মতারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৫ থেকে ১ জুলাই, ২০০৫-এর মধ্যে৷ তপশিলি প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২১ জুলাই, ২০২৫-এর মধ্যে৷

যোগ্যতা: কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৪ বছরের বিই / বিটেক পাশ অথবা উল্লেখিত বিষয়গুলিতে স্নাতকোত্তর পাশ অথবা যে কোনো  বিষয়ে গ্র্যাজুয়েট-সহ ডোয়েক ‘বি’ লেভেল পাশ হতে হবে৷ অথবা অ্যাগ্রিকালচার / হর্টিকালচার / অ্যানিম্যাল হাজব্যান্ড্রি / ভেটেরিনারি সায়েন্স / ডেয়ারি সায়েন্স / ফিশারি সায়েন্স  / পিসিকালচার / এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কো-অপারেশন / কো-অপারেশন অ্যান্ড ব্যাঙ্কিং / এগ্রো-ফরেস্ট্রি / ফরেস্ট্রি / অ্যাগ্রিকালচারাল বায়োটেকনোলজি / বায়োটেকনোলজি / ফুড সায়েন্স / অ্যাগ্রিকালচার বিজনেস ম্যানেজমেন্ট / ফুড টেকনোলজি / ডেয়ারি টেকনোলজি / অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং / সেরিকালচার / ফিশারি ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছরের ডিগ্রি কোর্স পাশ হতে হবে৷ অথবা   হিন্দিতে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে গ্র্যাজুয়েশন স্তরে ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে বা সংসৃকত বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে গ্র্যাজুয়েশন স্তরে ইংরেজি ও হিন্দি বিষয় পড়ে থাকতে হবে৷ অথবা আইন বিষয়ে গ্র্যাজুয়েট ও বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে৷ অথবা  যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট ও পার্সোনেল  ম্যানেজমেন্ট / ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস / এইচআর / এইচআরডি / সোশ্যাল ওয়ার্ক / লেবার ল বিষয়ে ২ বছরের ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে৷ অথবা  যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট ও ২ বছরের ফুল টাইম এমএমএস (মার্কেটিং) / এমবিএ (মার্কেটিং) অথবা মার্কেটিং-এ স্পেশালাইজেশন-সহ ২ বছরের ফুল টাইম পিজিডিবিএ / পিজিডিবিএম / পিজিপিএম / পিজিডিএম পাশ হতে হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)

বেতনক্রম: ৪৮৪৮০ টাকা থেকে ৮৫৯২০ টাকা৷

আবেদন:  দরখাস্ত করতে হবে অনলাইনে www.ibps.in ওয়েবসাইটের মাধ্যমে৷ অনলাইনে দরখাস্ত ফি ৮৫০ টাকা (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধীদের বেলায় ১৭৫ টাকা) জমা করতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://www.ibps.in/

Official Notification: Click Here

Apply link: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৯/৭ /২০২৫)

Share it :

Leave a Reply