Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

5208 PO/MT IN NATIONALISED BANKS THROUGH IBPS

Online applications are invited for recruitment to the following post through IBPS.

Post: PO/MT

Total vacancy: 5208.

Eligibility: Graduate

Age limit: 20 to 30 years (as on 01/07/2025).

Last Date of Online Application: 21st July, 2025.

Application Fee: Rs. 850 (For SC/ST/PWD/ ESM candidates- Rs. 175)

…………………………………………

আই.বি.পি.এস পরীক্ষার মাধ্যমে  রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৫২০৮ প্রবেশনারি অফিসার

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস) চতুর্দশ পর্যায়ের কমন রিক্রুটমেন্ট প্রসেসের (CRP PO/MT-XV) মাধ্যমে দেশের ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে প্রবেশনারি অফিসার / ম্যানেজমেন্ট ট্রেনি পদে ৫২০৮ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২১ জুলাই, ২০২৫-এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখার গ্র্যাজুয়েট বা সমতুল পাশ হতে হবে৷

বয়স: ১ জুলাই, ২০২৫ অনুযায়ী ২০ থেকে ৩০ বছরের মধ্যে৷

আবেদনের পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.ibps.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ৮৫০ টাকা (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ১৭৫ টাকা) অনলাইনে জমা করতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: https://www.ibps.in/

Official Notification: Click here

Apply link: click here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৯/৭ /২০২৫)

Share it :

Leave a Reply