Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

34 APPRENTICES IN AAI

Advt. no. 1/2025/AAC/APPRENTICE-GRADUATE/DIPLOMA/ITI(TRADE)/AAI-NSCBI AIRPORT

Airports Authority of India invites online applications for the following post.

Post: Graduate Apprentice, Diploma Apprentice, ITI Apprentice.

Total vacancy: 34.

Eligibility: Graduate, Diploma, ITI (post-wise different)

Age limit: within 26 years (as on 30.07.2025)

Stipend:  post wise different.

Last Date of Online Application: 30th July, 2025

…………………………………………………………………

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় ৩৪ অ্যাপ্রেন্টিস

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, কলকাতা আইটিআই অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে ৩৪ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ কেবলমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই আবেদনের যোগ্য৷ বয়স হতে হবে ৩০ জুলাই, ২০২৫ অনুযায়ী ২৬ বছরের মধ্যে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩০ জুলাই, ২০২৫-এর মধ্যে৷

যোগ্যতা: ২০২৩ বা তার পরবর্তী সময়ে  সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই / এনসিভিটি স্বীকৃত সার্টিফিকেট পাশ হতে হবে৷ অথবা ২০২৩ বা তার পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ৩ বছরের ফুল টাইম ডিপ্লোমা পাশ হতে হবে৷ অথবা ২০২৩ বা তার পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ৪ বছরের ফুল টাইম  গ্র্যাজুয়েশন পাশ হতে হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)।

 আবেদন: গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা পাশ প্রার্থীদের https://nats.education.gov.in পোর্টালে ও আইটিআই প্রার্থীদের www.apprenticeshipindia.org পোর্টালে নাম নথিভুক্ত করে অনলাইনে দরখাস্ত করতে হবে৷

Official Website: https://www.aai.aero/en/careers/recruitment

Official Notification: click here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৬ /৭ /২০২৫)

Share it :

Leave a Reply