Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

CCRAS RECRUITS 388 PERSONNELS

Vacancy Notification No. 04/2025

The Central Council for Research in Ayurvedic Sciences (CCRAS) invites Online Applications for filling up the various post.

Post: various post of Group A, B and C.

Total Vacancy: 388.

Eligibility: post wise different.

Age: post wise different.

Last Date of online Application: from 1st August, 2025 10 am to 31st August, 2025 till 6 pm.

…………………………………………………………

আয়ুষ মন্ত্রকে ৩৮৮ গ্রুপ এ, বি ও সি কর্মী নিয়োগ

কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনস্থ স্বশাসিত সংস্থা সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেস (সিসিআরএএস) মাল্টি টাস্কিং স্টাফ, ড্রাইভার অর্ডিনারি গ্রেড, সিকিউরিটি ইনচার্জ, ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট, জুনিয়র মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, লাইব্রেরি ক্লার্ক, অফসেট মেশিন অপারেটর, ফার্মাসিস্ট গ্রেড-১, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার গ্রেড-২, আপার ডিভিশন ক্লার্ক, স্ট্যাটিসটিক্যাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার গ্রেড-১, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, ট্রান্সলেটর (হিন্দি অ্যাসিস্ট্যান্ট), অ্যাসিস্ট্যান্ট, স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, রিসার্চ অফিসার পদে ৩৮৮ জন্য ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১ আগস্ট, ২০২৫ সকাল ১০টা থেকে ৩১ আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬ টার মধ্যে৷

যোগ্যতা : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ অথবা মাধ্যমিক বা সমতুল পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট / ভোকেশনাল ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে৷ অথবা গ্র্যাজুয়েট হতে হবে৷ অথবা বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও ডিএমএলটি পাশ হতে হবে৷ অথবা বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে সঙ্গে লাইব্রেরি সায়েন্সে সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে৷ অথবা মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ অফসেট প্রিন্টিং মেশিনের অপারেশন ও মেন্টেন্যান্স এর সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে৷ অথবা ডি.ফার্মা / ডি.ফার্মা (আয়ুর্বেদ) পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা বি.ফার্মা (আয়ুর্বেদ) পাশ হতে হবে৷ অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ অথবা মাধ্যমিক বি সমতুল পাশ হতে হবে৷ শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ১২০ টি শব্দ লেখার গতি ও প্রতি মিনিটে ৪০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ অথবা স্ট্যাটিসটিক্স বা ম্যাথমেটিক্স (স্ট্যাটিসটিক্স বিষয়-সহ) বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে স্ট্যাটিসটিক / ম্যাথমেটিক্স বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে সঙ্গে স্ট্যাটিসটিক্যাল ডেটা হ্যান্ডলিংয়ের কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা এম.ফার্ম (ফার্মাসিউটিক্স / ফার্মাসিউটিক্যাল সায়েন্স / কোয়ালিটি অ্যাস্যুরেন্স / আয়ুর্বেদ) পাশ হতে হবে৷ অথবা বটানি / মেডিসিনাল প্ল্যান্টস (ফার্মাকোগনসি) বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ অথবা সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ (পদ অনুযায়ী বিভিন্ন)

বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷ বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন৷

আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনে www.ccras.nic.in ওয়েবসাইটে৷ দরখাস্তের ফি গ্রুপ এ পদগুলির বেলায় ১০০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / প্রাক্তন সমরকর্মী / আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী / মহিলা প্রার্থীদের বেলায় ৫০০ টাকা), গ্রুপ বি পদগুলির বেলায় ৫০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / প্রাক্তন সমরকর্মী / আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী / মহিলা প্রার্থীদের বেলায় ২০০ টাকা), গ্রুপ সি পদগুলির বেলায় ২০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / প্রাক্তন সমরকর্মী / আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী / মহিলা প্রার্থীদের বেলায় ১০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷

Official Website: https://ccras.nic.in/documents/applications-are-invited-for-the-various-group-a-b-and-c-posts-ccras-hqrs-new-delhi/

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৬ /৭ /২০২৫)

Share it :

Leave a Reply