Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

INDIAN AIR FORCE AIRMEN RECRUITMENT

Intake 02/2026

Indian Air Force invites ONLINE applications from MALE INDIAN/ GORKHA (A SUBJECT OF NEPAL) citizens from all States and UTs for selection test from 25 September 2025 onwards to join Indian Air Force as Airmen in the Group ‘Y’ Medical Assistant trade.

Post: Group ‘Y’/ Medical Assistant.

Eligibility: (a) Candidate should have passed 10+2 / Intermediate / Equivalent Examination with Physics, Chemistry, Biologyand English with a minimum of 50% marks in aggregate and with 50% marks in English. ORShould have passed two years’ vocational course with non-vocational subjects i.e. Physics, Chemistry, Biology and English from Education Boards recognised by Central, State and UT with minimum 50% marks in aggregate and 50% marks in English. (b) Candidates with Diploma / B.Sc in Pharmacy. Candidate should have passed Intermediate/ 10+2/ Equivalent Examination with Physics, Chemistry, Biology and English with a minimum of 50% marks in aggregate and 50% marks in English. In addition, Diploma / B.Sc in Pharmacy with minimum 50% marks in aggregate with valid registration from State Pharmacy Council or Pharmacy Council of India (PCI) at the time of enrolment will be mandatory requirement.

Age-limit: (a) Medical Assistant trade. Candidate should be unmarried and born between 2nd July 2005 and 2nd July, 2009 (both dates inclu-sive). (b) Medical Assistant trade (with Diploma / B.Sc in Pharmacy). Unmarried candidate should be born between 2nd July, 2002 and 2nd July, 2007 (both dates inclusive). Married candidate should be born between 2nd July, 2002 and 2nd July, 2005 (both dates inclusive).

Pay Scale: During training, a stipend of Rs. 14,600/-per month shall be paid. On completion of training the starting gross emoluments at the minimum of scale of pay including Military Service Pay (MSP) is Rs. 26,900/- per month.

Last Date of Online Application:  31st July, 2025.

…………………………………………….

বিমানবাহিনীতে কয়েকশো এয়ারম্যান

ভারতীয় বিমানবাহিনীতে ০২/২০২৬ ব্যাচের জন্য মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেড (১০+ ২) ও মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ডিপ্লোমা / বিএসসি ইন ফার্মাসি) ট্রেডে ‘গ্রুপ ওয়াই (নন-টেকনিক্যাল)’ পদে কয়েকশো এয়ারম্যান নিয়োগ করবে৷ শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৩১ জুলাই, ২০২৫ এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা : কমপক্ষে ৫০ শতাং নম্বরসহ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও ইংরেজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ বা ২ বছরের ভোকেশনাল কোর্স পাশ হতে হবে৷ ইংরেজি বিষয়ে ৫০ শতাং নম্বর থাকা আবশ্যক৷ প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে৷ অথবা  কমপক্ষে ৫০ শতাং নম্বরসহ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও ইংরেজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইংরেজি বিষয়ে ৫০ শতাং নম্বর থাকা আবশ্যক৷ এরপর ফার্মাসি বিষয়ে কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ ডিপ্লোমা / বি.এসসি পাশ হতে হবে এবং স্টেট ফার্মাসি কাউন্সিল / ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)।

 বয়স: পদ অনুযায়ী বিভিন্ন।

শারীরিক মাপজোক : উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫২ সেমি, ওজন মানানসই, বুকের ছাতি না ফুলিয়ে ৭৭ সেমি ও ফুলিয়ে ৮২ সেমি হতে হবে৷ সুস্থ মাড়ি ও দাঁত থাকতে হবে, কমপক্ষে ১৪ ডেন্টাল পয়েন্ট থাকতে হবে৷ দৃষ্টিশক্তি হতে হবে প্রতি চোখে ৬/৩৬, ৬/৬ পর্যন্ত সংশোধনযোগ্য৷ কালার ভিশনCP-II হতে হবে৷ কর্নিয়াল সার্জারি হয়ে থাকলে  আবেদনের যোগ্য নন৷

বেতনক্রম: ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ১৪,৬০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷ সফলভাবে ট্রেনিং শেষ হওয়ার পর বেতন হবে প্রতি মাসে ২৬,৯০০ টাকা ও অন্যান্য ভাতা৷

আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনে www.airmenselection.cdac.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: https://airmenselection.cdac.in/CASB/

Official Notification: Click Here

Apply link: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৬ /৭ /২০২৫)

Share it :

Leave a Reply