Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

170 ASSISTANT COMMANDANT IN COAST GUARD

ASSISTANT COMMANDANT – GENERAL DUTY, TECHNICAL (ENGINEERING & ELECTRICAL/ELECTRONICS) FOR 2027 BATCH

The Indian Coast Guard invites online applications from male candidates for the following post.

Post: Assistant Commandant (Group ‘A’ Gazetted Officer).

Total vacancy: 170.

Eligibility: Degree / Diploma in Engineering.

Age: 21 to 25 years (as on 01/07/2026)

Salary:  Rs. 56,100/- with other allowances.

Application Fee: Rs.300/-. (SC/ST are exempted from payment of fee)

Last Date of Online Application:  23rd July, 2025 till 11:30 pm

…………………………………………………………………

কোস্ট গার্ডে ১৭০ অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান কোস্ট গার্ড জেনারেল ডিউটি ও টেকনিক্যাল ব্রাঞ্চে গ্রুপ-‘এ’ গেজেটেড অফিসার পদমর্যাদার অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট পদে ১৭০ জন পুরুষ নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১ জুলাই, ২০২৬ অনুযায়ী ২১ থেকে ২৫ বছরের মধ্যে৷ জন্ম তারিখ হতে হবে ১ জুলাই, ২০০১ থেকে ৩০ জুন, ২০০৫-এর মধ্যে৷ তপশিলি সম্প্রদায় ৫ বছর ও ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৩ জুলাই, ২০২৫ রাত সাড়ে ১১টার মধ্যে৷

যোগ্যতা:  কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাশ হতে হবে৷ উচ্চমাধ্যমিক বা সমতুল স্তরে ম্যাথেমেটিক্স ও ফিজিক্স বিষয় পড়ে থাকতে হবে৷ ফিজিক্স ও ম্যাথেমেটিক্স বিষয় নিয়ে ডিপ্লোমা কোর্স পাশ করা গ্র্যাজুয়েট প্রার্থীরাও আবেদন করতে পারবেন৷ অথবা ন্যাভাল আর্কিটেকচার / মেকানিক্যাল / মেরিন / অটোমোটিভ / মেকাট্রনিক্স /  ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন / মেটালার্জি / ডিজাইন / অ্যারোনটিক্যাল / অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / টেলিকমিউনিকেশন / ইনস্ট্রুমেন্টেশন / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / পাওয়ার ইঞ্জিনিয়ারিং / পাওয়ার ইলেকট্রনিক্স শাখায় ডিগ্রি বা সমতুল পাশ হতে হবে৷ প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক বা সমতুল স্তরে ফিজিক্স ও ম্যাথমেটিক্স বিষয় পড়ে থাকতে হবে৷ ফিজিক্স ও ম্যাথমেটিক্স বিষয় নিয়ে ডিপ্লোমা কোর্স পাশ করা গ্র্যাজুয়েট প্রার্থীরাও আবেদন করতে পারে৷(শাখা অনুযায়ী বিভিন্ন)।

শারীরিক মাপজোক: জেনারেল ডিউটি ও টেকনিক্যাল ব্রাঞ্চের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১৫৭ সেমি হতে হবে৷ পার্বত্য ও আদিবাসী অঞ্চলের বাসিন্দারা উচ্চতার ক্ষেত্রে কেন্দ্রীয় আইন অনুযায়ী ছাড় পাবেন৷ জেনারেল ডিউটি (জিডি) ব্রাঞ্চের ক্ষেত্রে দৃষ্টিশক্তি চশমা ছাড়া ৬/৬, ৬/৯ ও চশমা-সহ ৬/৬, ৬/৬ হতে হবে৷ টেকনিক্যাল ব্রাঞ্চের ক্ষেত্রে দৃষ্টিশক্তি চশমা ছাড়া ৬/৩৬, ৬/৩৬ ও চশমা সহ ৬/৬, ৬/৬ হতে হবে৷ সব ব্রাঞ্চের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ দেহের ওজন ও বুকের ছাতি (কমপক্ষে ৫ সেমি প্রসারণক্ষম) হতে হবে৷

মূল বেতন: ৫৬,১০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷

আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনে https://joinindiancoastguard.cdac.in  ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ৩০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বেলায় ফি লাগবে না৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: https://joinindiancoastguard.cdac.in/cgcat/

Official Notification: Click Here

Apply link: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৬ /৭ /২০২৫)

Share it :

Leave a Reply