Enrolment for Apprenticeship Training (IT-02 BATCH) 2025-26
Applications are invited from ITI qualified Indian citizen (both male / female) in the various designated trades for enrolment into apprenticeship training at Naval Ship Repair Yard, Sri Vijaypurm.
Post: Apprentice.
Total vacancy: 50.
Eligibility: Matriculation or equivalent and ITI passed in the relevant trade.
Age: minimum 18 years (as on 20/10/2025).
Last date of Online Application: 16th August, 2025.
……………………………………………………………
ন্যাভাল শিপ রিপেয়ার ইয়ার্ডে ৫০ অ্যাপ্রেন্টিস
ন্যাভাল শিপ রিপেয়ার ইয়ার্ড, শ্রী বিজয়পুরম বিভিন্ন ট্রেডে ৫০ জন ‘অ্যাপ্রেন্টিস’ নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৬ আগস্ট, ২০২৫ এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত আইটিআই ট্রেড সার্টিফিকেট পাস হতে হবে৷ বয়স হতে হবে ২০ অক্টোবর, ২০২৫ এর হিসেবে ১৮ বছরের বেশি৷
ট্রেড অনুযায়ী শূন্যপদ: (১) ফিটার – ৫, ফিটার ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ (২) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেন্টেন্যান্স – ৫, আইসিটিসিএম / আইটিইএসএম / ব্রড বেসড বেসিক ট্রেনিং ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ (৩) ইলেকট্রিশিয়ান – ১০, ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ (৪) মেকানিক (ডিজেল) – ৬, মেকানিক (ডিজেল) ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ (৫) ইনস্ট্রুমেন্ট মেকানিক – ৩, ইনস্ট্রুমেন্ট মেকানিক ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ (৬) মেশিনিস্ট – ২, মেশিনিস্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ (৭) পাসা – ৩, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ (৮) ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক) – ৭, ওয়েল্ডার ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ (৯) মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এসি – ২, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনিশিয়ান ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ (১০) শিপরাইট – ৫, কার্পেন্টার ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ (১১) পাইপ ফিটার – ২, প্লাম্বার ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷
আবেদন করার পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের প্রথমে www.apprenticeship.recttindia.in ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্তের নির্দিষ্ট স্থানে নীল ব্যাকগ্রাউন্ডে তোলা প্রার্থীর পাসপোর্ট মাপের ছবি (২০০ কেবি সাইজ) ও আধার কার্ড (২০০ কেবি সাইজ) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবে, পরে এর প্রয়োজ হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: আইটিআই তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শর্টলিস্ট করা প্রার্থীদের ৫০ নম্বরের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে৷ নির্বাচিত প্রার্থীদের ১ বছরের ট্রেনিং শুরু হবে ২১ অক্টোবর, ২০২৫ থেকে৷ আতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: www.apprenticeship.recttindia.in
Official Notification: Click Here