Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

15 SUB-LIEUTENANTS IN NAVY

Online applications are invited from unmarried eligible men & women candidates for grant of Short Service Commission (SSC) in Information Technology (Executive Branch) of Indian Navy under Special Naval Orientation Course commencing Jan 2026 onwards at Indian Naval Academy (INA) Ezhimala, Kerala.

Post: Sub Lieutenant.

Total vacancy: 15.

Eligibility: A candidate must have minimum 60% marks in English in class X or XII and must have qualified one of the under mentioned educational qualification with minimum 60% overall qualifying marks, in either or a combination of the following (No equivalent stream of BE/ B.Tech/other qualifications other than those mentioned below will be considered valid for selection process at any stage):-

(a) MSc/ BE/ B Tech/ M Tech (Computer Science/ Computer Science & Engineering/ Computer Engineering / Information Technology/ Software Systems/ Cyber Security/ System Administration & Networking/ Computer Systems & Networking/ Data Analytics/ Artificial Intelligence), or (b) MCA with BCA/BSc (Computer Science/ Information Technology)

Age limit: Born between 02/01/2001 to 01/07/2006

Last Date of Online Application: 17th August, 2025.

………………………………………………………..

নেভিতে ১৫ সাবলেফটেন্যান্ট

ভারতীয় নৌবাহিনী শর্ট সার্ভিস কমিশনের ‘ইনফরমেশন টেকনোলজি (এক্সিকিউটিভ ব্রাঞ্চ)-জানুয়ারি ২৬ কোর্স’-এর মাধ্যমে ১৫ জন অবিবাহিত ছেলেমেয়েকে সাব-লেফটেন্যান্ট পদে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২ আগস্ট থেকে ১৭ আগস্ট, ২০২৫-এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ কম্পিউটার সায়েন্স / কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি / সফটওয়্যার সিস্টেম / সাইবার সিকিউরিটি / সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড নেটওয়ার্কিং / কম্পিউটার সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং / ডেটা অ্যানালিটিক্স / আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে এমএসসি / বিই / বিটেক / এমটেক পাশ হতে হবে অথবা কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি বিষয়ে বিসিএ / বিএসসি পাশের পর এমসিএ পাশ হতে হবে৷ ফাইনাল ইয়ারের পড়ুয়ারাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন৷ মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ইংরেজি বিষয়ে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে৷ কমপক্ষে ২ বছর এনসিসি-তে সিনিয়র ডিভিশন, ন্যাভাল / আর্মি / এয়ার উইং-এ কাজ করে থাকতে হবে ও ১ জানুয়ারি, ২০২৩ বা তার পরবর্তী সময়ে এনসিসি সি সার্টিফিকেট পরীক্ষায় ‘বি’ গ্রেড পেতে হবে৷

আবেদন: দরখাস্ত করতে হবে অনলাইনে www.joinindiannavy.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://www.joinindiannavy.gov.in/

Official Notification: Click here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৬ /৮ /২০২৫)

Share it :

Leave a Reply