Advt. No. 09/2025/CHQ
Airports Authority of India invites applications from eligible candidates for the following post.
Post: Junior Executive.
Total vacancy: 976.
Eligibility: BE / BTech, Degree, PG
Age-limit: 27 years (as on 27/09/2025)
Pay Scale: Rs. 40,000 – Rs. 1,40,000 and other allowances.
Last Date of Online Application: 27th September, 2025
…………………………………………………………………
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় ৯৭৬ জুনিয়র এক্সিকিউটিভ
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়র এক্সিকিউটিভ পদে ৯৭৬ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ প্রার্থীদের অবশ্যই ২০২৩, ২০২৪ বা ২০২৫ সালের গেট পরীক্ষার বৈধ স্কোর কার্ড থাকতে হবে৷ বয়স হতে হবে ২৭ সেপ্টেম্বর, ২০২৫ অনুযায়ী ২৭ বছরের মধ্যে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৮ আগস্ট, ২০২৫ থেকে ২৭ সেপ্ঢেম্বর, ২০২৫-এর মধ্যে৷
যোগ্যতা: আর্কিটেকচার বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ অথবা সিভিল বিষয়ে বি.ই / বি.টেক ডিগ্রি পাশ হতে হবে৷ অথবা ইলেকট্রিক্যাল বিষয়ে বি.ই / বি.টেক ডিগ্রি পাশ হতে হবে৷ অথবা ইলেকট্রনিক্স / টেলিকমিউনিকেশন / ইলেকট্রিক্যাল বিষয়ে বি.ই / বি.টেক ডিগ্রি পাশ হতে হবে৷ অথবা কম্পিউটার সায়েন্স / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / আইটি / ইলেকট্রনিক্স বিষয়ে বি.ই / বি.টেক ডিগ্রি পাশ বা এমসিএ পাশ হতে হবে৷(শাখা অনুযায়ী বিভিন্ন)।
আবেদনের পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.aai.aero ওয়েবসাইটের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://aai.aero/
Official Notification: Click Here=
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২০/৮ /২০২৫)।