Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

515 ARTISANS ARE REQUIRED IN BHEL

Advt. no. 04/2025

Online applications are invited for the following posts in Bharat Heavy Electricals Limited.

Post: Artisans Grade IV.

Total vacancy: 515.

Eligibility: 10th pass and ITI/NTC in relevant trade.

Age: within 27 years (as on 01/07/2025).

Pay Scale: 29,500/- to 65,00/-

Last Date of Online Application: 12th September, 2025 till 11:45 pm.

……………………………………………………………….

ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডে ৫১৫ আর্টিসান

রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড আর্টিসান গ্রেড ফোর পদে ৫১৫ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১২  সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১টা ৪৫ মিনিটের মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) সংশ্লিষ্ট ট্রেডে এনটিসি / আইটিআই পাশ ও ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২৫ অনুযায়ী ২৭ বছরের মধ্যে৷

বেতনক্রম: নির্বাচিত প্রার্থীদের প্রথমে অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত করা হবে৷ তখন ইউনিট নির্ধারিত বেতন পাওয়া যাবে৷ অস্থায়ী পদে সফলভাবে কাজের শেষে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ফোর পদে নিয়োগ করা হবে৷ তখন বেতনক্রম হবে ২৯,৫০০ টাকা থেকে ৬৫,০০০ টাকা৷

আবেদন : দরখাস্ত করতে হবে https://careers.bhel.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্তের ফি উভয় পদের বেলায় ১০৭২ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় ৪৭২ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর  সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://careers.bhel.in/index.jsp

Official Notification: https://careers.bhel.in/ar_2025/Artisan_Detailed%20AD_110825.pdf

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২০/৮ /২০২৫)

Share it :

Leave a Reply