Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

675 CONSERVANCY MAZDOORs IN KMC

Advt. No. 4 of 2025

Kolkata Municipal Corporation invites online applications for the following post.

Post: Conservancy Mazdoor.

Total vacancy: 675.

Eligibility: Read and writing ability is required in Bengali, English and Hindi / Urdu / Oriya / Nepali languages.

Age: 18 to 40 years.

Pay scale: as per pay level 1.

Last Date of Online Application: from 21st August to 17th September, 2025.

………………………………………….

কলকাতা পৌরসভায় কনজারভ্যান্সি মজদুর

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে ‘কনজারভ্যান্সি মজদুর’ ৬৭৫ জন  ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর, ২০২৫ এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: বাংলা, ইংরেজি ও হিন্দি / উর্দু / ওড়িয়া / নেপালি ভাষায় লিখতে ও পড়তে জানতে হবে৷ বয়স: ১৮ থেকে ৪০ বছরের মধ্যে (রাজ্যের ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় বয়সের ঊধর্বসীমা ৪৫ বছর৷ বেতনক্রম: পে-লেভেল ১ অনুযায়ী৷

আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনেwww.mscwb.org ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ২০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে রিড অ্যান্ড রাইটিং এবিলিটি টেস্ট ও ফিল্ড টেস্টের (৬০ নম্বর) মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://www.mscwb.org/home/emp_notice

Official Notification: Click Here=

Share it :

Leave a Reply