Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

WB JUDICIAL SERVICE EXAM, 2023 NOTICE OUT

Advertisement No. 19/2023

Online applications are being invited by West Bengal Public Service Commission Government of India for recruitment to the under mentioned post.

Post: Civil Judge

Eligibility: Law Degree.

Age-limit: 23 – 35 years (As on 28/12/2023)

Total Vacancy: 54.

Salary: Rs. 27,700 – Rs.44,770.

Application Fee: Rs. 210 (SC/ST/PWD candidates of WB are exempted)

Last Date of Online Application: from 22nd August, 2025 to 21st September, 2025 till 3pm.

……………………………………………

রাজ্যে ৫৪ সিভিল জজ

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এগজামিনেশন, ২০২৩-এর মাধ্যমে সিভিল জজ (জুনিয়র ডিভিশন) পদে ৫৪ জন নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২২ আগস্ট, ২০২৫ থেকে ২১ সেপ্টেম্বর, ২০২৫ বিকেল ৩টের মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে ও কেন্দ্র / রাজ্যের বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে নাম নথিভুক্ত হয়ে থাকতে হবে৷ প্রার্থীদের অবশ্যই বাংলা ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানতে হবে (নেপালি মাতৃভাষার প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)৷ বয়স: ২৮ ডিসেম্বর, ২০২৩ অনুযায়ী ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷

আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনে https://psc.wb.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ২১০ টাকা (ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত) অনলাইনে জমা দিতে হবে৷ রাজ্যের তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷

Official Website: https://psc.wb.gov.in/notification_announcement.jsp

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২০/৮ /২০২৫)

Share it :

Leave a Reply