Memo No.: 608/WBHRB/1R-01/2025
The West Bengal Health Recruitment Board invites online applications for the following post.
Post: Pharmacist, Grade III.
Total vacancy: 350.
Eligibility: Degree or Diploma in Pharmacy.
Age: 18 to 39 years.
Pay Scale: Rs.28,900/- and other allowances.
Last Date of Online Application: 3rd September, 2025 till 2 pm.
…………………………………………
রাজ্যে ৩৫০ ফার্মাসিস্ট
রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে ‘ফার্মাসিস্ট গ্রেড থ্রি’ পদে ৩৫০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৩ আগস্ট, ২০২৫ সকাল ১০টা থেকে ৩ সেপ্ঢেম্বর, ২০২৫ দুপুর ২টোর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি / ম্যাথমেটিক্স নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও ফার্মাসিতে ২ বছরের ডিপ্লোমা কোর্স বা ৩ বছরের ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স হতে হবে ৩৯ বছরের মধ্যে৷
আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনেwww.wbhrb.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই, উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও ফার্মাসিস্ট ক্যাটাগরি-এ রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ২১০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.wbhrb.gov.in
Official Notification: Click Here