Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

1121 HEAD CONSTABLES IN BSF

Advertisement Number RO/RM_06/2025

Border Security Force invites applications for the following posts.

Post: Head Constable (RO), Head Constable (RM).

Total vacancy: 1121. Head Constable (RO): 910, Head Constable (RM): 211.

Eligibility:  post wise different.

Age Limit:  18 to 25 years (as on 23/09/2025).

Pay Scale:  25,500/- TO 81,100/-.

Last Date of Online Application:  from 24th August, 2025 11 am to 23rd September, 2025.

…………………………………..

বর্ডার সিকিউরিটি ফোর্সে ১১২১ হেড কনস্টেবল

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স ‘হেড কনস্টেবল (রেডিয়ো অপারেটর)’ ও ‘হেড কনস্টেবল (রেডিয়ো মেকানিক)’ পদে ১১২১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স হতে হবে ২৩ সেপ্টেম্বর, ২০২৫-এর হিসেবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৪ আগস্ট, ২০২৫ সকাল ১১টা থেকে ২৩ সেপ্টেম্বর, ২০২৫-এর মধ্যে৷

যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে রেডিয়ো অ্যান্ড টেলিভিশন / ইলেকট্রনিক্স / কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট / ডেটা প্রিপারেশন অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার / জেনারেল ইলেকট্রনিক্স / ডেটা এন্ট্রি অপারেটর / ইলেকট্রিশিয়ান / ফিটার / ইনফো টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স সিস্টেম মেনটেন্যান্স / কম্পিউটার ইক্যুইপমেন্ট মেনটেন্যান্স / কম্পিউটার হার্ডওয়ার্ক / নেটওয়ার্ক টেকনিশিয়ান / মেকাট্রনিক্স  ট্রেডে ২ বছরের আইটিআই সার্টিফিকেট পাশ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷

বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা ও অন্যান্য ভাতা৷

আবেদন: দরখাস্ত করতে হে https://rectt.bsf.gov.in ওয়েবসাইটে৷  আবেদনের ফি ১০০ টাকা (সার্ভিস চার্জ অতিরিক্ত ৪৭.২০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, বিএসএফের কর্মী, প্রাক্তন সমরকর্মী, কমপ্যাশনেট অ্যাপয়েন্টমেন্ট ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না৷ তবে সার্ভিস চার্জ প্রত্যেক আবেদনকারীকেই দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

Official Website: https://rectt.bsf.gov.in/

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২০ /৮ /২০২৫)

Share it :

Leave a Reply