Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

111 STENOGRAPHERS IN PATNA HIGH COURT

Advt No. PHC/02/2025

Patna High Court invites applications for recruitment to the following post.

Post: Stenographer.

Total Vacancy: 111.

Eligibility: Class 12, Diploma/Certificate in relative streams.

Age limit: 18 to 37 years (as on 01/01/2025)

Pay-scale: Rs. 25,500 – Rs. 81,100

Last Date of Online Application: 19th September, 2025.

Application Fee: Rs. 1100

……………………………………….

পাটনা হাইকোর্টে ১১১ স্টেনোগ্রাফার

পাটনা হাইকোর্ট ‘স্টেনোগ্রাফার’পদে ১১১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৯ সেপ্টেম্বর, ২০২৫-এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ, কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে কমপক্ষে ৬ মাসের সার্টিফিকেট / ডিপ্লোমা কোর্স পাশ এবং ইংরেজি শর্টহ্যান্ড ও ইংরেজি টাইপিং-এর সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে৷ শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ৮০টি ইংরেজি শব্দ লেখার গতি ও টাইপিংয়ে প্রতি মিনিটে ৪০টি ইংরেজি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে৷ প্রার্থীদের জেনারেল ক্যাটেগরিতেই আবেদন করতে হবে৷ বেতনক্রম: প্রতি মাসে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

আবেদন: অনলাইনে দরখাস্ত করতে হবে www.patnahighcourt.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷  অনলাইনে দরখাস্ত ফি ১১০০ টাকা ২১ সেপ্ঢেম্বর, ২০২৫-এর মধ্যে জমা দিতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://patnahighcourt.gov.in/notices/recruitments

Official Notification: Click here

Apply link: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৭ /৮ /২০২৫)

Share it :

Leave a Reply