Advertisement No. R/ PRSO /12/2025
The West Bengal Health Recruitment Board invites online applications for the following post.
Post: Physicist – cum – Radiation Safety Officer.
Total vacancy: 31 (UR: 12, SC: 7, ST: 2, OBC-A: 3, OBC-B 3, EWS: 3, UR PWD: 1).
Eligibility: (i) Master’s Degree in Physics or Electronics or Biophysics from a recognized University. (ii) A post-Graduate Degree or Post Graduate Diploma in Radiological or Medical Physics of a recognized University or Institution; and (iii) A certificate of Radiation Safety Officer from Bhaba Atomic Research Centre or Atomic energy Regulatory Board; Or
M.Sc. in Medical Physics from any recognized university alongwith certificate of Radiation Safety Officer from BHABA Atomic Research Centre or Atomic Energy Regulatory Board.
Age: within 45 years (as on 01/01/2025).
Pay Scale: Basic Pay Rs 56,100/- at Entry point at Level 9 as Per WBS (ROPA) Rules, 2019
Last Date of Online Application: 3rd September, 2025 till 2 pm.
……………………………………….
রাজ্যে ৩১ ফিজিসিস্ট কাম রেডিয়ো সেফটি অফিসার
ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড রাজ্যে ‘ফিজিসিস্ট-কাম-রেডিয়ো সেফটি অফিসার’পদে ৩১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫ অনুযায়ী ৪৫ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷ বেতনক্রম: প্রারম্ভিক বেতন প্রতি মাসে ৫৬,১০০ টাকা৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩ সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২টোর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: ফিজিক্স / ইলেকট্রনিক্স / বায়োফিজিক্স বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ রেডিয়োলজিক্যাল বা মেডিক্যাল ফিজিক্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বা অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড থেকে রেডিয়েশন অফিসারের সার্টিফিকেট পাশ হতে হবে বা মেডিক্যাল ফিজিক্স বিষয়ে এম.এসসি পাশ হতে হবে৷
আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনে www.hrb.wb.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ অনলাইনে দরখাস্ত ফি ২১০ টাকা জমা দিতে হবে৷ রাজ্যের তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের দরখাস্ত ফি দিতে হবে না৷ নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ২ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
Official Website: https://www.hrb.wb.gov.in/
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৭ /৮ /২০২৫)।