Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

580 MEDICAL TECHNOLOGISTS  IN WEST BENGAL

Advertisement No.: R/Medical Technologist (Dialysis/Perfusionist/Radio Therapeutic/(EEG/EMG)/Cath Lab/RD/ECG) Grade III/9/2025

The West Bengal Health Recruitment Board invites online applications for the following post.

Post: Medical Technologist Grade III.

Total vacancy: 580 (UR: 237, SC: 125, ST: 36, OBC-A: 58, OBC-B 42, EWS: 58, UR PWD: 19, SC PWD: 5).

Eligibility:  Passed H.S. (10+2) Examination or its equivalent with Physics, Chemistry, Biology and a two year Diploma course in Medical Technology in the concerned subject OR, a Bachelor Degree in Medical Technology of the subject concerned from any Institution / University.

Age: 21 to 39 years (as on 01/01/2025).

Pay Scale: Basic Pay Rs 28,900/- at Entry point at Level 9 as Per WBS (ROPA) Rules, 2019

Last Date of Online Application: 3rd September, 2025 till 2 pm.

………………………………………….

রাজ্যে ৫৮০ মেডিক্যাল টেকনোলজিস্ট

ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড রাজ্যে ‘মেডিক্যাল টেকনোলজিস্ট (ডায়ালিসিস / পারফিউশনিস্ট / রেডিয়ো থেরাপিউটিক / (ইইজি / ইএমজি) / ক্যাথ ল্যাব / আরডি / ইসিজি) গ্রেড-III’  পদে ৫৮০ জন  ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫ অনুযায়ী ২১ থেকে ৩৯ বছরের মধ্যে৷ ৷ বেতনক্রম: প্রারম্ভিক বেতন প্রতি মাসে ২৮,৯০০ টাকা৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩ সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২টোর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর মেডিক্যাল টেকনোলজি বিষয়ে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে অথবা মেডিক্যাল টেকনোলজি বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷

আবেদন :  দরখাস্ত করতে হবে অনলাইনে www.hrb.wb.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ অনলাইনে দরখাস্ত ফি ২১০ টাকা জমা দিতে হবে৷ রাজ্যের তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের দরখাস্ত ফি দিতে হবে না৷ নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ২ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

Official Website: https://www.hrb.wb.gov.in/

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৭ /৮ /২০২৫)

Share it :

Leave a Reply