Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

248 VACANT POSTS IN NHPC LTD.

Advertisement No: NH/Rectt./04/2025

NHPC limited invites applications for the following posts.

Post: Assistant Rajbhasa Officer, Jr. Engineer, Supervisor, Sr. Accountant, Hindi Translator.

Total Vacancy: 248.

Eligibility:  Diploma, Graduate, PG in relevant disciplines (post-wise different)

Age-limit: within 30 years (as on 01/10/2025).

Pay Scale: Post-wise different

Last Date of Online Application: 1st October, 2025 till 5 pm.

………………………………………………………

এনএইচপিসি লিমিটেডে ২৪৮ কর্মী

রাষ্ট্রায়ত্ত সংস্থা এনএইচপিসি লিমিটেড জুনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট রাজভাষা অফিসার, সুপারভাইজার, হিন্দি ট্রান্সলেটর পদে ২৪৮ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১ অক্টোবর, ২০২৫ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি-এনসিএল প্রার্থীর বেলায় ১৩ বছর ও তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীর বেলায় ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২ সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০টা থেকে ১ অক্টোবর, ২০২৫ বিকেল ৫টার মধ্যে৷

যোগ্যতা: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) সিভিল ইঞ্জিনিয়ারিং / ) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শাখায় ফুল টাইম রেগুলার ডিপ্লোমা পাশ হতে হবে৷ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) হিন্দি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে ইংরেজি অন্যতম বিষয় হিসেবে থাকতে হবে বা ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে হিন্দি অন্যতম বিষয় হিসেবে থাকতে হবে৷ কোনো সরকারি / আধাসরকারি সংস্থায় হিন্দি থেকে ইংরেজি বা ইংরেজি থেকে হিন্দি অনুবাদে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ কম্পিউাটর সায়েন্স / আইটি বিষয়ে ৩ বছরের রেগুলার ফুল টাইম ডিপ্লোমা পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ গ্র্যাজুয়েট সঙ্গে ডোয়েক-এর ‘এ’ লেভেল কোর্স পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ বিসিএ / বি.এসসি (কম্পিউটার সায়েন্স / আইটি) পাশ হতে হবে৷ অথবা ইন্টার সিএ বা ইন্টার সিএমএ পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷(পদ অনুযায়ী বিভন্ন)।

 আবেদন:  দরখাস্ত করতে হবে অনলাইনে www.nhpcindia.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি  বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷

Official Website:  www.nhpcindia.com

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৩/ ৯ /২০২৫)

Share it :

Leave a Reply