Advertisement No.BOPT/01/2021/Rectt.
Board of Practical Training, (Eastern Region) [(BOPT(ER)] invites applications to fill up 4 Group ‘B’ & ‘C’ posts.
Post: Junior Accountant, Multi Tasking Staff, Lower Division Clerk, Higher Division Clerk.
Total Vacancy: 4
Junior Accountant– 1 (UR)
Multi Tasking Staff– 1 (OBC)
Lower Division Clerk– 1 (OBC)
Higher Division Clerk– 1 (UR)
Eligibility:
Junior Accountant- Degree, 2 years of experience in relevant fields.
Multi Tasking Staff- Matriculation/ ITI
Lower Division Clerk- HS, Typing proficiency
Higher Division Clerk- Degree, Typing proficiency
Age limit (as on 31/11/21):
Junior Accountant- 30 years
Multi Tasking Staff- 25 years
Lower Division Clerk- 27 years
Higher Division Clerk- 27 years
Pay scale:
Junior Accountant- Rs. 35,400 – Rs. 1,12,400
Multi Tasking Staff- Rs. 18,000 – Rs. 56,900
Lower Division Clerk- Rs.19,900 – Rs. 63,200
Higher Division Clerk- Rs. 25,500 – Rs. 81,100
Application Fee: Rs. 500 (SC,ST,Women, PWDs are exempted)
Last Date of Online Application: 30th November, 2021
Closing date of Receipt of Hard copies (print outs) of submitted Applications: 15/12/2021(18.00 Hrs)
…………………………
কেন্দ্রীয় সরকার অধীনস্থ বোর্ড অফ প্র্যাক্টিক্যাল ট্রেনিং (ইস্টার্ন রিজিয়ন), কলকাতা-তে জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট (গ্রুপ বি), মাল্টি টাস্কিং স্টাফ (গ্রুপ সি), লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রুপ সি), আপার ডিভিশন ক্লার্ক (গ্রুপ সি) পদে ৪ জন নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩০ নভেম্বর, ২০২১-এর মধ্যে ও দরখাস্তের প্রিন্ট কপি পাঠাতে হবে ১৫ ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬টার মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট (গ্রুপ বি) (পোস্ট কোড-১) : যে কোনো শাখায় ডিগ্রি পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইআরপি অ্যাকাউন্টিং বিষয়ে অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স : ৩০ নভেম্বর, ২০২১-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(২) মাল্টি টাস্কিং স্টাফ (গ্রুপ সি) (পোস্ট কোড-২) : মাধ্যমিক বা সমতুল বা আইটিআই পাশ হতে হবে৷ বয়স : ৩০ নভেম্বর, ২০২১-এর হিসেবে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (ওবিসি)৷ বেতনক্রম : ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷
(৩) লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রুপ সি) (পোস্ট কোড-৩) : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে ইংরিজিতে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে৷ বয়স : ২৩ এপ্রিল, ২০২০-এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (ওবিসি)৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(৪) আপার ডিভিশন ক্লার্ক (গ্রুপ সি) (পোস্ট কোড-৪) : যে কোনো শাখায় ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে সরকারি বা বেসরকারি সংস্থায় ৫ বছর টাইপিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ৩০ নভেম্বর, ২০২১-এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷
উল্লিখিত সব পদের বেলায় তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি ৩ বছর, শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ১৫ বছর, ওবিসি ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবে www.bopter.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় রঙিন পাসপোর্ট ছবি, সই (নীল / কালো কালিতে), শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র জেপিজি / জেপিইজি / পিএনজি ফর্ম্যাটে (২০০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে আপলোড করতে হবে৷ অনলাইনে দরখাস্ত ফি ৫০০ টাকা জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায়, মহিলা, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি লাগবে না৷ নির্দেশানুসারে দরখাস্ত পূরণ করে তা সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের (রেজিস্ট্রেশন নম্বর-সহ) দুই কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে৷ এর একটি প্রিন্ট কপি, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) ও উল্লিখিত নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি খামে ভরে তার উপর “Application for the post of ………” লিখে রেজিস্ট্রার্ড / স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় – To The Administrative-cum-Accounts Officer, Board of Practical Training (Eastern Region), Block-EA, Sector-I, Salt Lake City, Kolkata – 700064
প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে৷ পরীক্ষা হবে কলকাতা / উত্তর ২৪ পরগনায়৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://www.bopter.gov.in/
Official Notification: https://www.bopter.gov.in/assets/pdf/INFORMATION_BULLETIN_RECTT_2021.pdf