Advt. No.- R/MT(LAB)/14/2021
Post : Medical Technologist (Lab)
Vacancy : 132 (UR 67, SC 30, ST 8, OBC-A 13, OBC-B 10,
PWD 4)
Eligibility : HS Passed with a diploma course in Medical
Technology or B.Sc (Medical Technology).
AGE : 21 to 30 Years as on 01/01/2021.
Salary : 28,900/- with other allowances.
Last date of application : 18 Nov. 2021 till 1 pm.
………………………………………………………..
ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ‘মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) গ্রেড থ্রি’ পদে ১৩২ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ শিক্ষাগত যোগ্যতা : ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর মেডিক্যাল টেকনোলজিতে ২ বছরের ডিপ্লোমা কোর্স পাশ করতে হবে অথবা মেডিকাল টেকনোলজিতে বি.এসসি পাশ হতে হবে অথবা পিওর/বায়ো সায়েন্সে বি.এসসি পাশের পর মেডিক্যাল টেকনোলজিতে ১ বছরের ডিপ্লোমা কোর্স পাশ করতে হবে৷ বয়স : ১ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ২১ থেক ৩৯ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, ত:জা:/ত:উ:জা:/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ১৩২ (জেনা: ৬৭, ত:জা: ৩০, ত:উ:জা: ৮, ওবিসি-এ ১৩, ওবিসি-বি ১০, শারীরিক প্রতিবন্ধী ৪)৷ বেতনক্রম : ২৮,৯০০ টাকা ও অন্যান্য ভাতা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে ১৮ নভেম্বর, ২০২১ দুপুর ১টার মধ্যেwww.wbhrb.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১৬০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷
প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৭৫ নম্বর), অভিজ্ঞতা (১০ নম্বর) ও ইন্টারভিউয়ের (১৫ নম্বর) মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Website : http://www.wbhrb.in
Get Details : https://www.wbhrb.in/uploads/ads/ad_618155343ec06.pdf