Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

150 APPRENTICES IN VIZAG STEEL PLANT / ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৫০ অ্যাপ্রেন্টিস

Vizag Steel Plant is inviting applications for Graduate Apprenticeship Trainees’ Training / Technician Apprenticeship Trainees’ Training from the Engineering / Diploma Passed out candidates (Passed in 2019/2020/2021 only) in certain branches.

Post:  Graduate (Engineering) Apprentices, Technician (Diploma) Apprentices

Total Vacancy:  150 (Engineering- 100, Diploma- 50)

Eligibility:

Graduate (Engineering) Apprentices : A degree in engineering or technology

Technician (Diploma) Apprentices : A Diploma in Engineering or technology

Training Period: 1 year

Stipend:

Engineering Graduates- Rs. 4,984.

Diploma Engineering- Rs. 3,542.

Last Date of Online Application: 18th November, 2021

…………………………..

রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের অধীনস্থ বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে নভেম্বর, ২০২১ ব্যাচের জন্য গ্র্যাজুয়েট (ইঞ্জিনিয়ারিং)অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস পদে ১৫০ জন নিয়োগ করা হবে৷ ২০১৯ / ২০২০ / ২০২১ সালে ইঞ্জিনিয়ারিং  / ডিপ্লোমা পাশ প্রার্থীরা আবেদনের যোগ্য৷ট্রেনিং হবে ১ বছরের৷ অনলাইনে আবেদন করতে হবে ১৮ নভেম্বর, ২০২১-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) গ্র্যাজুয়েট (ইঞ্জিনিয়ারিং) অ্যাপ্রেন্টিস : মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স,  ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স / আইটি, মেটালারজি, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল ও কেমিক্যাল বিষয়ে ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি  পাশ হতে হবে৷ শূন্যপদ : ১০০৷ স্টাইপেন্ড : প্রতি মাসে ৪,৯৮৪ টাকা৷

(২) টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস : মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স,  ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স ও সিভিল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি পাশ হতে হবে৷ শূন্যপদ : ৫০৷ স্টাইপেন্ড : প্রতি মাসে ৩,৫৪২ টাকা৷

অ্যাপ্রেন্টিসশিপ রুল, ১৯৯২ অনুযায়ী শারীরিক মাপজোক থাকতে হবে৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করার আগে প্রার্থীকে www.mhrdnats.gov.in ওয়েব পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে https://forms.gle/tW4eNrjrPqWhRrxq6 লিঙ্কে প্রদত্ত গুগল ফর্ম পূরণের মাধ্যমে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন www.vizagsteel.com ওয়েবসাইট৷

Official Website: www.vizagsteel.com

Official Notification: https://www.vizagsteel.com/code/tenders/Advt-%20GAT%20%20and%20TAT%20-Nov%202021.pdf

Apply Online: https://forms.gle/tW4eNrjrPqWhRrxq6

Share it :