Advt. No. DIPAS/HRD/DIPAS APPR-01/2021-22
Defence Institute of Physiology & Allied Sciences (DIPAS), Delhi, a premier Institute under aegis of Defence Research and Development Organization (DRDO) is inviting applications to recruit Diploma Apprentice for one year.
Post: Diploma Apprentice
Total Vacancy: 12
Diploma in Computer Engineering- 2
Diploma in Medical Laboratory Technology- 4
Diploma in Library Science- 1
Diploma in Mechanical Engineering- 1
Diploma in Modern Office Practice (English and Hindi)/Office Management- 4
Eligibility: Diploma in Computer Engineering / Medical Laboratory Technology / Library Science / Mechanical Engineering / Modern Office Practice (English and Hindi) / Office Management.
Training Period: 1 year
Stipend: Rs. 8,000
Last Date of Receipt of Application: 14th December, 2021
………………………………..
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এর সংস্থা ডিফেন্স ইনস্টিটিউট অফ ফিজিওলজি অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস, দিল্লি ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে ১২ জন নিয়োগ করবে৷ প্রার্থীকে ২০১৯ সাল বা তার পরবর্তী সময় সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতায় পাশ হতে হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৪ ডিসেম্বর, ২০২১-এর মধ্যে৷
যোগ্যতা অনুযায়ী শূন্যপদ : মোট শূন্যপদ ১২৷ (১) ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং : ২, (২) ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি : ৪, (৩) ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স : ১, (৪) ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং : ১, (৫) ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাক্টিস (ইংলিশ অ্যান্ড হিন্দি) / অফিস ম্যানেজমেন্ট : ৪৷
ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড : ১ বছরের ট্রেনিং পিরিয়ডে প্রতিমাসে ৮,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করার জন্য প্রার্থীকে বোর্ড অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ওয়েব পোর্টাল www.mhrdnats.gov.in-এ রেজিস্ট্রেশন করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ অনলাইনে দরখাস্ত করতে হবে উল্লিখিত ওয়েব পোর্টালে Establishment (DIPAS/ DEFENCE INSTITUTE OF PHYSIOLOGY AND ALLIED SCIENCES user id NDLNOC000003-এর মাধ্যমে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন৷
প্রার্থী বাছাই পদ্ধতি : দরখাস্ত ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.mhrdnats.gov.in
Official Notification: http://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/DIPAS.pdf