Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

164 ASHA WORKERS IN HOOGHLY DISTRICT (WB) / রাজ্যে ১৬৪ আশা কর্মী নিয়োগ  

Applications are being invited from women candidates (married / divorced / widow) to fill up the vacancies of the post of ASHA Workers in the four sub-divisions of Hooghly district.

Post: ASHA Workers

Total Vacancy: 164

Chandannagar Sub-division – 35

Arambagh Sub-division – 34

Sadar Sub-division – 51

Serampore Sub-division – 44

Eligibility: Appeared in Madhyamik Exam.

Age limit: 30 years to 40 years (22 years to 40 years for SC/ST/OBC candidates)

Last Date of Receipt of Application: 13th December, 2021 up to 5:30pm

……………………………

হুগলি জেলার চন্দননগর, আরামবাগ, সদর ও শ্রীরামপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে সন্নিহিত গ্রামসমূহ থেকে ১৬৪ জন আশা কর্মী নিয়োগ করা হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বয়স সীমা হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে৷ দরখাস্ত পাঠাতে হবে ১৩ ডিসেম্বর, ২০২১ বিকেল সাড়ে ৫টার মধ্যে৷ যোগ্যতা : বিবাহিতা / বিধবা / আদালত কর্তৃক আদেশনামাপ্রাপ্ত বিবাহ বিচ্ছিনা মহিলারা আবেদনের যোগ্য৷ প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত গ্রামের বাসিন্দা হতে হবে ও মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে৷ গ্রেড ওয়ান ও গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত দাই এবং লিংক ওয়ার্কারগণ অগ্রাধিকার পাবেন৷ মহকুমা, ব্লক, উপস্বাস্থ্যকেন্দ্র ও গ্রাম অনুযায়ী শূন্যপদ :(I) চন্দননগর  মহকুমা : মোট শূন্যপদ : ৩৫৷ (ক)  হরিপাল ব্লক : (১) বাহিরখন্ড (পশ্চিম নারায়ণপুর) : ১ (তঃউঃজাঃ)৷ (২) মালিয়া (কুঠিরপাড় ও মালিয়া কালিতলা) : ১ (তঃজাঃ)৷ (৩) এনায়েতপুর (মহিষগোতে) : ১ (অসংরক্ষিত)৷ (৪) কনকপুর (কনকপুর বাদামতলা) : ১ (অসংরক্ষিত)৷ (৫) চন্দনপুর (পটরা) : ১ (তঃজাঃ)৷ (৬) জেজুর (রক্তপাড়া) ১ (অসংরক্ষিত)৷ (৭) গোপালনগর (শিববাটি) : ১ (অসংরক্ষিত)৷ (৮) পাঁটরা (পাহাড়পুর) ১ (অসংরক্ষিত)৷ (৯) খাজুরিয়া (দিগনগর) ১ (অসংরক্ষিত)৷ (খ) সিঙ্গুর ব্লক : (১) অপূর্বপুর (সিঙ্গুর সিটি) : ১ (অসংরক্ষিত)৷ (২) সিঙ্গুরI জিপিএসসি (সিঙ্গুর সিটি) : ১ (অসংরক্ষিত)৷ (৩) বহরমপুর (বহরমপুর) : ১ (অসংরক্ষিত)৷ (৪) নিমপুকুর (বড়া মিলকির বাগান) : ১ (অসংরক্ষিত)৷ (৫) দলুইগাছা (কামারকুন্ডু) : ১ (অসংরক্ষিত)৷ (৬) বলরামবাটি ইস্ট  (শিবরামবাটি) : ১ (অসংরক্ষিত)৷  (৭) বলরামবাটি জিপিএসসি (বুড়িগ্রাম) : ১ (অসংরক্ষিত)৷ (৮) মুস্তাফাপুর (মিলকি) : ১ (অসংরক্ষিত)৷ (৯) মুস্তাফাপুর (মিলকি) : ১ (অসংরক্ষিত)৷ (১০) বেড়াবেড়ি জিপিএসসি (রুইদাসপাড়া) : ১ (তঃজাঃ)৷ (১১) পলতাগড় ইউনিট-১২ (রুস্তমপুর) : ১ (অসংরক্ষিত)৷ (১২) জয়মোল্লা (জয়মোল্লা) : ১ (তঃজাঃ)৷ (১৩) বিঘাতি এসসি (ধিতারা) : ১ (অসংরক্ষিত)৷ (১৪) বড়াই (বড়াই সিটি) : ১ (অসংরক্ষিত)৷ (১৫) গোপালনগর জিপিএসসি (গোপালনগর) : ১ (অসংরক্ষিত)৷ (১৬) দেওয়ানভেড়ী ইউনিট-৫ (দেওয়ানভেড়ী) ১ (অসংরক্ষিত)৷ (১৭) মল্লিকপুর (২ নং রতনপুর) : ১ (অসংরক্ষিত)৷ (১৮) মির্জাপুর বাঁকিপুর জিপিএসসি (চক বাঁকিপুর) : ১ (তঃজাঃ)৷ (১৯) আনন্দনগর ইউনিট-৬ (চোয়ানি গান্দারপুকুর) : ১ (অসংরক্ষিত)৷ (২০) আনন্দনগর ইউনিট-২ (খানপুকুর) : ১ (তঃজাঃ)৷ (২১) দিয়াড়া ইউনিট-১০ (শেরামোড়) : ১ (অসংরক্ষিত)৷ (২২) দায়ারা ইউনিট-১০ (দেশাপাড়া) : ১ (অসংরক্ষিত)৷ (২৩) নসিবপুর ইউনিট-৮ (রসুলপুর) ১ (অসংরক্ষিত)৷ (গ) তারকেশ্বর ব্লক : (১) মালপাহাড়পুর (গঙ্গরামবাটি) : ১ (অসংরক্ষিত)৷ (২) আকনাপুর (মির্জাপুর) : ১ (অসংরক্ষিত)৷ (৩) চাঁপাডাঙ্গা (চাঁপাডাঙ্গা-পায়রাটুঙ্গি) : ১ (অসংরক্ষিত)৷

(II) আরামবাগ মহকুমা : মোট শূন্যপদ : ৩৪৷ (ক) আরামবাগ ব্লক : (১) মলয়পুরI জিপি এইচকিউ এস/সি (মলয়পুর) : ১ (তঃজাঃ)৷ (২) গোলামিচক (পূর্ব কৃষ্ণপুর) : ১ (অসংরক্ষিত)৷ (৩) মুথাডাঙ্গা পিএইসি এস/সি (মায়াপুর-মধ্যপাড়া) : ১ (অসংরক্ষিত)৷ (৪) বড়ডঙ্গল (বড়ডঙ্গল) : ১ (অসংরক্ষিত)৷ (৫) দোঙ্গাবাথান (পুইন) : ১ (অসংরক্ষিত)৷ (৬) কানপুর (অজয়পুর) : ১ (তঃজাঃ)৷ (৭) ধামসা (শীতলপুর) : ১ (অসংরক্ষিত)৷ (খ) পুরশুড়া ব্লক : (১) ধাপধাড়া (ধাপধাড়া) : ১ (অসংরক্ষিত)৷ (২) ভঁুয়েরা (সাওতা) : ১ (অসংরক্ষিত)৷ (৩) সোয়ালুক (সোয়ালুক) : ১ (অসংরক্ষিত)৷ (গ) গোঘাট-1 ব্লক : (১) রঘুবাটি (রঘুবাটি) : ১ (তঃজাঃ)৷ (২) রঘুবাটি (রঘুবাটি) : ১ (তঃজাঃ)৷ (৩) কুমুড়সা (চকহাঁড়ি) :  ১ (অসংরক্ষিত)৷ (৪) নবাসন (খানাতি) : ১ (অসংরক্ষিত)৷ (৫) কোটা (কুলিয়া) : ১ (অসংরক্ষিত)৷ (ঘ) গোঘাট-II ব্লক : (১) সুন্দরপুর (অনুপনগর) : ১ (অসংরক্ষিত)৷ (২) সুন্দরপুর (রামানন্দপুর) : ১ (অসংরক্ষিত)৷ (৩) বাহাগল (পাবা) : ১ (অসংরক্ষিত)৷ (ঙ) খানকুল-I ব্লক : (১) জগন্নাথপুর (সারদা) : ১ (তঃজাঃ)৷ (২) রামনগর (নবাসন) : ১ (অসংরক্ষিত)৷ (৩) অনন্তনগর (চক্রপুর) : ১ (অসংরক্ষিত)৷ (৪) সাউথ ঘোষপুর (নরেন্দ্রচক) : ১ (অসংরক্ষিত)৷ (৫) দাসপুর (পূর্ব রাধানগর) : ১ (অসংরক্ষিত)৷ (৬) কাছড়া (শঙ্করপুর) : ১ (অসংরক্ষিত)৷ (৭) পশ্চিম ঠাকুরানিচক (পশ্চিম ঠাকুরানিচক) : ১ (অসংরক্ষিত)৷ (৮) ঘোষপুর (ঘোষপুর) : ১ (অসংরক্ষিত)৷ (চ) খানকুল-II ব্লক : (১) রামচন্দ্রপুর (রামচন্দ্রপুর) : ১ (অসংরক্ষিত)৷ (২) হানুয়া (মানিকদীপ) : ১ (অসংরক্ষিত)৷ (৩) পালাশপাই (পালাশপাই ) : ১ (অসংরক্ষিত)৷ (৪) হায়াতপুর (হায়াতপুর) : ১ (তঃজাঃ)৷ (৫) নাতিবপুর (নাতিবপুর) : ১ (অসংরক্ষিত)৷ (৬) রঞ্জিতবাটি (কেতেডাল) : ১ (অসংরক্ষিত)৷ (৭) সবলসিংহপুর (সবলসিংহপুর) : ১ (অসংরক্ষিত)৷ (৮) কুমারহাট (হীরাপুর) : ১ (অসংরক্ষিত)৷

(III) সদর মহকুমা : মোট শূন্যপদ : ৫১৷ (ক) বলাগড় ব্লক : (১) বাঁধাগাছি (বাঁধাগাছি) : ১ (অসংরক্ষিত)৷ (২) চন্ডীগাছা (শ্রীকান্তা) : ১ (তঃজাঃ)৷ (৩) শ্রীপুর (চন্দ্র) : ১ (তঃজাঃ)৷ (খ) চুঁচুড়া মগরা ব্লক : (১) দিগসুই (দিগসুই) : ১ (তঃজাঃ)৷ (২) চাপারুই (আস্পাই) : ১ (তঃজাঃ)৷ (৩) তালান্দু (গোয়া) : ১ (তঃজাঃ)৷ (৪) মগরা (মেথিগড়) : ১ (তঃজাঃ)৷ (৫) মগরা (কলা) : ১ (অসংরক্ষিত)৷ (৬) জয়পুর (সুকান্তপল্লী) : ১ (তঃজাঃ)৷ (৭) জয়পুর (মাঠপাড়া) : ১ (তঃজাঃ)৷ (৮) আমোদঘাটা (বাগাটী) : ১ (অসংরক্ষিত)৷ (৯) কলা (ওয়েস্ট শেখ পাড়া) : ১ (অসংরক্ষিত)৷ (১০) সপ্তগ্রাম (রত্ন কলোনি) : ১ (অসংরক্ষিত)৷ (১১) শঙ্খনগর (শঙ্খনগর) : ১ (অসংরক্ষিত)৷ (১২) শঙ্খনগর (ইসলামপাড়া) : ২ (অসংরক্ষিত)৷ (১৩) নামাজঘর (নামাজঘর) : ২ (অসংরক্ষিত)৷ (১৪) নামাজঘর (ত্রিশবিঘা) : ১ (অসংরক্ষিত)৷ (১৫) চকবাঁশবেড়িয়া (চকবাঁশবেড়িয়া খাটাল) : ১ (অসংরক্ষিত)৷ (১৬) চকবাঁশবেড়িয়া (বড়পাড়া) : ২ (অসংরক্ষিত)৷  (১৭) ছোট খেঁজুরিয়া (ডানলপ) : ২ (অসংরক্ষিত)৷ (১৮) ছোট খেঁজুরিয়া (কেরানিডাঙ্গা) : ১ (অসংরক্ষিত)৷ (১৯) মানসপুর (মানসপুর বস্তি) : ১ (অসংরক্ষিত)৷ (২০) ঈশ্বরবাহ (নেতাজী পার্ক) : ১ (অসংরক্ষিত)৷  (২১) কানাগড় (আকনা) : ১ (অসংরক্ষিত)৷ (২২) সিমলা (সিংহীবাগান) : ১ (তঃজাঃ)৷ (২৩) নালডাঙ্গা (কুলিপাড়া) : ১ (অসংরক্ষিত)৷ (গ) ধনেখালি ব্লক : (১) মুইদিপুর (রামেশ্বরবাটি) : ১ (তঃজাঃ)৷ (২)  মুইদিপুর (মির্জানগর) : ১ (অসংরক্ষিত)৷ (৩) বল্লভীপুর (দিঘির) : ১ (তঃজাঃ)৷ (৪) কাঁঠালগড়িয়া (উলিয়ারা) : ১ (অসংরক্ষিত)৷  (৫) হাজিপুর (ছোটমল্লিকপুর) : ১ (তঃউঃজাঃ)৷ (ঘ) পাণ্ডুয়া ব্লক : (১) জামগ্রাম (জামগ্রাম) : ১ (তঃজাঃ)৷ (২) হরাল (তালারপাড়) : ১ (অসংরক্ষিত)৷ (৩) চন্দ্রাহাটি (বেদেডাঙ্গা সানপাড়া) : ১ (তঃজাঃ)৷ (৪) দ্বারবাসিনী (আর্টপালা) : ১ (তঃজাঃ)৷ (৫) জয়ের (পটলডাঙ্গা) : ১ (তঃজাঃ)৷ (৬) নামাজগ্রাম (উত্তরায়ণ শেখপুকুর) : ১ (অসংরক্ষিত)৷ (৭) বালিহট্ট (সাতগড়িয়া) : ১ (অসংরক্ষিত)৷ (৮) চম্পাহাটি (চম্পাহাটি) : ১ (অসংরক্ষিত)৷ (৯) বেরেলা : ১ (তঃউঃজাঃ)৷ (১০) বোরাগারি (তেলকোপা)  : ১ (অসংরক্ষিত)৷ (১১) পোঁতবা (পোঁতবা) : ১ (অসংরক্ষিত)৷ (ঙ) পোলবা দাদপুর ব্লক : (১) শীতলাপাড়া (মেঘসার) : ১ (তঃজাঃ)৷ (২) পাটনা (কারমনি) : ১ (তঃজাঃ)৷ (৩) মাকালপুর (মাকালপুর) : ১ (তঃজাঃ)৷  (৪) আঁটি (আমিরা) : ১ (অসংরক্ষিত)৷ (৫) মিরখিলা (মিরখিলা) : ১ (অসংরক্ষিত)৷

(IV) শ্রীরামপুর মহকুমা : মোট শূন্যপদ : ৪৪৷ (ক) চন্ডীতলাI ব্লক : (১) ভগবতীপুর (সিংহজোড়) : ১ (অসংরক্ষিত)৷ (২) মশাট (সুচিয়া) : ১ (অসংরক্ষিত)৷ (৩) আনিয়া (শ্যামসুন্দরপুর) : ১ (তঃজাঃ)৷ (৪) জলামাদুল (জলামাদুল) : ১ (অসংরক্ষিত)৷ (খ) চন্ডীতলাII ব্লক : (১) কলাছড়া (কলাছড়া) : ১ (অসংরক্ষিত)৷ (২) গরলগাছা (গরলগাছা) : ১ (অসংরক্ষিত)৷ (৩) তিশা (তিশা) : ১ (অসংরক্ষিত)৷ (৪) মাধবপুর (মাধবপুর) : ১ (অসংরক্ষিত)৷ (৫) বেলেডাঙা (বেলেডাঙা) : ১ (অসংরক্ষিত)৷ (৬) চিকরান্দ জলাপাড়া (চিকরান্দ জলাপাড়া) : ১ (অসংরক্ষিত)৷ (৭) জনাই (জনাই) : ১ (অসংরক্ষিত)৷ (৮) জয়কৃষ্ণপুর (জয়কৃষ্ণপুর) : ১ (অসংরক্ষিত)৷  (গ) জাঙ্গিপাড়া ব্লক : (১) মোরহাল (মোরহাল, শিবচক) : ১ (অসংরক্ষিত)৷ (২) রসিদপুর (দোগাছিয়া) : ১ (তঃজাঃ)৷ (৩) সাতঘড়া (বড়হল, মথুরাবাটি) : ১ (তঃজাঃ)৷ (৪) জাঙ্গিপাড়া (বেলি, বিষ্ণুপুর) : ১ (তঃজাঃ) (৫) ফুরফুরা (ফুরফুরা) : ১ (অসংরক্ষিত)৷ (৬) সোনামাগোড়ি (লক্ষ্মণপুর) : ১ (অসংরক্ষিত)৷ (৭) ফুরফুরা (ফুরফুরা) : ১ (অসংরক্ষিত)৷ (৮) পাঁচবেড়িয়া (পাঁচবেড়িয়া) : ১ (অসংরক্ষিত)৷ (৯) কোতলপুর (বাহানা) : ১ (অসংরক্ষিত)৷ (ঘ) শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক : (১) পিয়ারাপুর (ছোটবেলু মাহিষ্যপাড়া, ছোটবেলু সর্দারপাড়া) : ১ (তঃজাঃ)৷ (২) মিলকি (মিলকি বাদামতলা-মুসলিমপাড়া, বড়বেলু) :১ (অসংরক্ষিত)৷ (৩) সাতঘড়া (ঘোড়ামারা, নতুনপাড়া, সাতঘড়া, সাতঘড়া-ওয়েস্ট) : ১ (অসংরক্ষিত)৷  (৪) বঙ্গিহাঁটি (বঙ্গিহাঁটি-পূর্ব পাড়া) : ১ (অসংরক্ষিত)৷ (৫) গুমোডাঙ্গা (গুমোডাঙ্গা, মোল্লাবেড় মাদ্রাসাপাড়া, মোল্লাবেড় মালিকপাড়া) : ১ (অসংরক্ষিত)৷ (৬) ভাদুয়া (ভাদুয়া, মিরপুর) : ১ (অসংরক্ষিত)৷ (৭) জগন্নাথপুর (বামুনারি সারদাপল্লী, বামুনারি মন্ডলপাড়া) : ২ (তঃজাঃ)৷ (৮) পাঁচলোকী (পাঁচলোকী, কুমারডিঙি, নতুনগ্রাম) : ৩ (অসংরক্ষিত)৷ (৯) নতুনপল্লী (দক্ষিণপাড়া-বর্মনপাড়া, বি ব্লক, বারুজীবি) : ২ (অসংরক্ষিত)৷ (১০) নওপাড়া (নওপাড়া, গঙ্গানগর, চক্রবর্তীনগর) : ২ (অসংরক্ষিত)৷ (১১) কানাইপুর (কানাইপুর হরিসভা, দক্ষিণপল্লী, কানাইপুর কলোনি, কানাইপুর গ্রাম) : ৩ (অসংরক্ষিত)৷ (১২) বাসাই (বাসাই কলোনি, বাসাই উত্তর, বাঙ্গুর-প্রণবনগর, বাসাই দক্ষিণ) : ২ (অসংরক্ষিত)৷  (১৩) বড়বহেরা (শাস্ত্রীনগর, নয়াবস্তি-নিউ কলোনি) : ১ (অসংরক্ষিত)৷ (১৪) আদর্শনগর (বাগানপাড়া, পূর্বপাড়া, পান্ডে কলোনি, তেলমিল) : ১ (অসংরক্ষিত)৷ (১৫) সাতঘড়া (ঘোড়ামার) : ১ (অসংরক্ষিত)৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.wbhealth.gov.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্ত পূরণের সময় নির্দিষ্ট জায়গায় প্রর্থীর সাম্প্রতিকালে তোলা স্বপ্রত্যয়িত রঙিন পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে জন্ম তারিখে শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড, ভোটার পরিচয়পত্র বা রেশন কার্ড, জাতিগত প্রমাণপত্র (যদি থাকে), মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট, গ্রেড ওয়ান ও গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত দাই এবং লিংক ওয়ার্কার প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি এবং অতিরিক্ত দুটি স্বপ্রত্যয়িত রঙিন পাসপোর্ট ছবি, সাদা কাগজে লেখা বর্তমান বৈবাহিক স্থিতি সম্পর্কিত স্ব-স্বাক্ষরিত হলফনামা ও নিজের নাম-ঠিকানা লেখা একটি খাম (৫টাকার ডাক টিকিট-সহ) একত্রে অন্য একটি খামে ভরে ডাকযোগে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ (বিডিও) অফিসের ঠিকানায় পাঠাতে হবে বা সংশ্লিষ্ট অফিসের নির্দিষ্ট ড্রব বক্সে জমা করতে হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: www.wbhealth.gov.in

Official Notifications:

Chandannagar Sub-division:  Click Here

Arambagh Sub-division:  Click Here

Sadar Sub-division:  Click Here

Serampore Sub-division:  Click Here

Share it :