Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

বিমানবাহিনীতে শতাধিক কমিশনড অফিসার / AIR FORCE COMMON ADMISSION TEST (AFCAT) -01/2022/NCC SPECIAL ENTRY

এয়ারফোর্সে ফ্লাইং ও গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল অ্যান্ড নন-টেকনিক্যাল) ব্রাঞ্চে ‘কমিশনড অফিসার’ পদে ট্রেনিং করিয়ে তিন শতাধিক ছেলেমেয়ে নিয়োগ হবে পার্মানেন্ট ও শর্ট সার্ভিস কমিশনের এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট-এর মাধ্যমে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর ২০২১-এর মধ্যে৷

এন্ট্রি অনুযায়ী ব্রাঞ্চ ও যোগ্যতা : (১) ফ্লাইং ব্রাঞ্চ – অঙ্ক ও ফিজিক্স বিষয়ে কমপক্ষে ৫০% নম্বর সহ উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬০% নম্বর সহ ৩ বছরের পূর্ণ সময়ের গ্র্যাজুয়েট অথবা ৪ বছরের বি.ই/বি.টেক ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি পাশ অথবা অ্যাসোসিয়েট মেম্বারশিপ অফ ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারস (ইন্ডিয়া) / অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার সেকশনA & B পরীক্ষা পাশ হতে হবে৷ ফাইনাল বর্ষের ছাত্রছাত্রীরা দরখাস্ত করতে পারবেন তবে  নিয়োগ প্রক্রিয়ার সময় ডিগ্রি সার্টিফিকেট দেখাতে হবে৷ নিয়োগ হবে শর্ট সার্ভিস কমিশনে শূন্যপদ ৭৭ (কোর্স নম্বর213/23F/SSC/M&W)৷ বয়স : ১ জানুয়ারি, ২০২৩-এর হিসেবে ২০ থেকে ২৪ বছরের (জন্ম তারিখ ২ জানুয়ারি, ১৯৯৯ থেকে ১ জানুয়ারি, ২০০৩) অবিবাহিত ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন৷ যাদের বর্তমানে ডিজিসিএ থেকে ইস্যু করা বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্স আছে তাদের বয়সের ঊধর্বসীমা ২৬ বছর (জন্ম তারিখ ২ জানুয়ারি, ১৯৯৭ থেকে ১ জানুয়ারি, ২০০৩)৷

(২) গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল) – (i)অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রনিক্স)[AE (L)] : উচ্চমাধ্যমিক বা সমতুল স্তরে অঙ্ক ও ফিজিক্স বিষয়ে কমপক্ষে ৫০% নম্বর পেয়ে পাশের পর কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে  ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি শাখায় গ্র্যাজুয়েশন (৪ বছর) / ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে অথবা অ্যাসোসিয়েট মেম্বারশিব অফ ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারস (ইন্ডিয়া) / অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার সেকশনA & B পরীক্ষা পাশ হতে হবে / ৬০% নম্বর সহ ইনস্টিটিউট অফ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন থেকে নিম্নলিখিত শাখায় পড়ে থাকলে আবেদন করতে পারবেন –  কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি, ইলেকট্রনিক্স সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (মাইক্রোওয়েভ), ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স কমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট অ্যান্ড কন্ট্রোল,  ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্ট অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি৷(ii) অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)[AE (M)] : উচ্চমাধ্যমিক বা সমতুল স্তরে অঙ্ক ও ফিজিক্স বিষয়ে কমপক্ষে ৫% নম্বর পেয়ে পাশের পর কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি শাখায় গ্র্যাজুয়েশন (৪ বছর) / ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে অথবা অ্যাসোসিয়েট  মেম্বারশিপ অফ ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারস (ইন্ডিয়া) / অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার সেকশনA & B পরীক্ষা পাশ হতে হবে নিম্নলিখিত যেকোনও শাখায় – অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এয়ারক্রাফট  মেন্টেন্যান্স  ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (প্রোডাকশন), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্স), মেকাট্রনিক্স, ইন্ডিাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং৷কোর্স নম্বর212/23T/PC/102 AEC/(M) (শূন্যপদ : পার্মান্যান্ট কমিশন ১৯, শর্ট সার্ভিস কমিশন ৭৬) ও212/23T/SSC/102AEC/(M&W), (শূন্যপদ পার্মান্যান্ট কমিশন ৭, শর্ট সার্ভিস কমিশন ২৭)৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩-এর হিসেবে ২০ থেকে ২৬ বছরের (জন্ম তারিখ ২ জানুয়ারি, ১৯৯৭ থেকে ১ জানুয়ারি, ২০০৩) ছেলেমেয়েরা  দরখাস্ত করতে পারবেন৷

(৩) গ্রাউন্ড ডিউটি (নন-টেকনিক্যাল) –(i) অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লজিস্টিক্স : উচ্চমাধ্যমিক পাশের পর কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে৬০% নম্বর সহ যেকোনও শাখায় গ্র্যাজুয়েট অথবা অ্যাসোসিয়েট মেম্বারশিপ অফ ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারস (ইন্ডিয়া) / অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার সেকশনA & B পরীক্ষা পাশ হতে হবে৷(ii) অ্যাকাউন্টস ব্রাঞ্চ :  উচ্চমাধ্যমিক পাশের পর কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৬০% নম্বর সহ নিম্নলিখিত যেকোনও শাখায় গ্র্যাজুয়েট পাশ হতে হবে – বি.কম ডিগ্রি (৩ বছরের কোর্স) বা ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিট্রেশন (ফিনান্স শাখায় স্পেশালাইজেশন সহ) / ব্যাচেলর অফ ম্যানেজমেন্ট স্টাডিস (ফিনান্স শাখায় স্পেশালাইজেশন সহ) / ব্যাচেলর অফ বিজনেস স্টাডিস (ফিনান্স শাখায় স্পেশালাইজেশন সহ) বা সিএ / সিএমএ / সিএস / সিএফএ বা বিএসসি (ফিনান্স শাখায় স্পেশালাইজেশন সহ)৷ কোর্স নম্বর212/23G/PC(M), শাখা -Admim, (শূন্যপদ : পার্মান্যান্ট কমিশন ১০, শর্ট সার্ভিস কমিশন ৪১) ও212/23G/SSC(M), শাখা -Accts, (শূন্যপদ : পার্মান্যান্ট কমিশন ৪, শর্ট সার্ভিস কমিশন ১৭), শাখা -LGS, (শূন্যপদ : পার্মান্যান্ট কমিশন ৮, শর্ট সার্ভিস কমিশন ৩১)৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩-এর হিসেবে ২০ থেকে ২৬ বছরের (জন্ম তারিখ ২ জানুয়ারি, ১৯৯৭ থেকে ১ জানুয়ারি, ২০০৩) ছেলেমেয়েরা  দরখাস্ত করতে পারবেন৷

(৪) এনসিসি স্পেশাল এন্ট্রি, ফ্লাইং ব্রাঞ্চ — ন্যাশনাল ক্যাডেট কর্পসের এয়ার উইং সিনিয়র ডিভিশন ‘সি’ সার্টিফিকেটধারী ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন৷ অঙ্ক ও ফিজিক্স বিষয়ে কমপক্ষে ৬০% নম্বর সহ উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬০% নম্বর সহ যেকোনও শাখায় গ্র্যাজুয়েট অথবা ৪ বছরের বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ ৬০% নম্বর সহ অ্যাসোসিয়েট মেম্বারশিপ অফ ইনস্টিটিউট ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া) / অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার সেকশন ‘এ’ ও ‘বি’ পরীক্ষায় পাশ হতে হবে৷ কোর্স নম্বর213/23F/PC(M)  213/23F/SSC(M&W)৷ বয়স : ১ জানুয়ারি, ২০২৩-এর হিসেবে ২০ থেকে ২৪ বছরের (জন্ম তারিখ ২ জানুয়ারি, ১৯৯৯ থেকে ১ জানুয়ারি, ২০০৩) অবিবাহিত ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন৷ যাদের বর্তমানে ডিজিসিএ থেকে ইস্যু করা বৈধ  কমার্শিয়াল পাইলট লাইসেন্স আছে তাদের বয়সের ঊধর্বসীমা ২৬ বছর (জন্ম তারিখ ২ জানুয়ারি, ১৯৯৭ থেকে ১ জানুয়ারি, ২০০৩) AFCAT এন্ট্রি থেকে ১০% পদ শর্ট সার্ভিস কমিশনে নিয়োগ হবে ও কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশনে পাশ করা প্রার্থীদের ১০% পার্মানেন্ট কমিশনে নিয়োগ হবে৷

শারীরিক মাপজোক : ফ্লাইং ব্রাঞ্চ – উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬২.৫ সেমি, পায়ের মাপ হতে হবে ৯৯  থেকে ১২০ সেমি, থাইয়ের মাপ হতে হবে ৬৪ সেমি, বসে থাকা অবস্থায় উচ্চতা হতে হবে ৮১.৫ থেকে ৯৬ সেমি৷ গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চ – ছেলেদের উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৭.৫ সেমি (গোর্খা, গাড়োয়াল, কুমায়ুন, উত্তর-পূর্বাঞ্চলের প্রার্থীরা উচ্চতায় ৫ সেমি ছাড় পাবেন)৷ বেতনক্রম: মূল বেতন ৫৬,১০০ টাকা থেকে ১,১০,৭০০ টাকা, এমএসপি ১৫,৫০০ টাকা ও অন্যান্য ভাতা৷ ট্রেনিং চলাকালীন শেষ ১ বছর ফ্লাইট ক্যাডেটরা প্রতি মাসে ৫৬,১০০ টাকা স্টাইপেন্ড পাবেন৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইে www. careerindianairforce.cdac.in বাhttps://afcat.cdac.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ২৫০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ এনসিসি স্পেশাল এন্ট্রির মাধ্যমে আবেদন করা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷যথাযথভাবে দরখাস্ত পূরণ করে সাবমিট করতে হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি :প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, মেডিক্যাল টেস্টের ভিত্তিতে৷ শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ১০ মিনিটের মধ্যে ১.৬ কিমি দৌড়, ১০টি পুশআপ, ৩টি চিনআপ৷ সফল প্রার্থীদের ট্রেনিং শুরু হবে ২০২৩ সালের জানুয়ারি মাসে হায়দরাবাদের এয়ারফোর্স অ্যাকাডেমি, ডুণ্ডিগলে৷ ফ্লাইং ও গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল) ব্রাঞ্চের ট্রেনিং হবে ৭৪ সপ্তাহের ও গ্রাউন্ড ডিউটি (নন-টেকনিক্যাল) ব্রাঞ্চের ট্রেনিং হবে ৫২ সপ্তাহের৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত দুটি ওয়েবসাইট৷

 

…………………………………………………………………………………………

Indian Air Force invites online applications for the course commencing in January 2023  Flying Branch, Ground Duty Technical / Non Technical Branches and NCC Special Entry.

Entry wise course number and vacancies —-

AFCAT Entry: (i) Flying Branch – Course no. 213/23F/SSC/M & W vacancy 77, (ii) Ground duty (Technical) Branch – Course no. 212/23T/PC/102 AEC M vacancy PC 19, SSC 76, Course no. 212/23T/SSC/102 AEC M & W vacancy PC 7, SSC 27, (iii) Ground duty (Non-Technical) Branch – Course no. 212/23G/PC/M vacancy Admin – PC 10, SSC 41, Course no. 212/23G/SSC/M & W vacancy Accounts – PC 4, SSC 17, Logistics – PC 8, SSC 31.

NCC Special Entry: Flying Branch – Course no. 213/23F/PC/M  and 213/23F/SSC/M & W vacancy 10% seats out of CDSE vacancies and for PC and 10% seat out of AFCAT vacancies for SSC.

Age: Branch wise different.

Salary: 56,100/- to 1,77,500/- with MSP 15,500/-.

Official Website: https://afcat.cdac.in/AFCAT/

Get Details: Click Here

 

 

 

Share it :