Advt. No. 17/2021
NBCC (India) Limited invites online applications for the following posts.
Post: Dy. Project Manager, Management Trainee, Project Manager, Sr. Stenographer, Office Assistant.
Total vacancy: 70.
Eligibility: post wise different.
Age limit: post wise different.
Salary: post wise different.
Last Date of Online Application: 9th January, 2022 upto 5 pm.
…………………………………………………………………….
রাষ্ট্রায়ত্ত সংস্থা এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড ডেপুটি প্রোজেক্ট ম্যানেজার, ম্যানেজমেন্ট ট্রেনি, প্রোজেক্ট ম্যানেজার, সিনিয়র স্টেনোগ্রাফার, অফিস অ্যাসিস্ট্যান্ট পদে ৭০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৯ ডিসেম্বর, ২০২১ সকাল ১০টা থেকে ৮ জানুয়ারি, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷ পদ অনুযায়ী যোগ্যতা: (১) ডেপুটি প্রোজেক্ট ম্যানেজার (ইলেকট্রিক্যাল): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৮ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩৩ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ৬,তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা৷
(২) ম্যানেজমেন্ট ট্রেনি (সিভিল): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ৮ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২৯ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪০ (জেনাঃ ১৭, তঃজাঃ ৬, তঃউজাঃ ৩, ওবিসি ১০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷
(৩) ম্যানেজমেন্ট ট্রেনি (ইলেকট্রিক্যাল): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ৮ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২৯ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৫ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷
(৪) প্রোজেক্ট ম্যানেজার (সিভিল): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৮ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (শারীরিক প্রতিবন্ধী)৷ বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷
(৫) সিনিয়র স্টেনোগ্রাফার: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ ইংরেজি স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ১১০টি শব্দ লেখার গতি থাকতে হবে ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৫০টি শব্দ তোলার গতি থাকতে হবে অথবা হিন্দি স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ১০০টি শব্দ লেখার গতি থাকতে হবে ও হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৪০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৮ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ওবিসি এনসিএল প্রার্থীদের জন্য ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি এনসিএল)৷ বেতনক্রম: ২৪,৬৪০ টাকা৷
(৬) অফিস অ্যাসিস্ট্যান্ট (স্টেনোগ্রাফার): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ ইংরেজি স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ৭০টি শব্দ লেখার গতি থাকতে হবে ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ তোলার গতি থাকতে হবে অথবা হিন্দি স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ৭০টি শব্দ লেখার গতি থাকতে হবে ও হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ বয়স: ৮ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ওবিসি এনসিএল প্রার্থীদের জন্য ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (ওবিসি এনসিএল)৷ বেতনক্রম: ১৮,৪৩০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনেwww.nbccindia.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (৪০ এথকে ১০০ কেবি সাইজ) ও সই (২০ তেকে ৫০ কেবি সাইজ) জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ ম্যানেজমেন্ট ট্রেনি পদের জন্য গেট পরীক্ষার বৈধ স্কোর কার্ড ১০০ থেকে ৩০০ কেবি সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ডেপুটি প্রোজেক্ট ম্যানেজার পদের বেলায় ১০০০ টাকা, ম্যানেজমেন্ট ট্রেনি পদের বেলায় ৫০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ বাকি পদগুলির জন্য কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হতে পারে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : ডেপুটি প্রোজেক্ট ম্যানেজার (ইলেকট্রিক্যাল) ও প্রোজেক্ট ম্যানেজার (সিভিল) পদের প্রার্থী বাছাই করা হবে পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে৷ ম্যানেজমেন্ট ট্রেনি (সিভিল) ও ম্যানেজমেন্ট ট্রেনি (ইলেকট্রিক্যাল) পদের প্রার্থী বাছাই করা হবে গেট ২০২১ স্কোর ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে৷সিনিয়র স্টেনোগ্রাফাব ও অফিস অ্যাসিস্ট্যান্ট (স্টেনোগ্রাফার) পদের প্রার্থী বাছাই করা হবে স্কিল টেস্টের মাধ্যমে৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: http://www.nbccindia.com
Get details: Click Here