Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

17 MANAGERS IN NATIONAL HOUSING BANK / ন্যাশনাল হাউজিং ব্যাঙ্কে ১৭ ম্যানেজার

Advt. no. nhb/hr& Admin./Recruitment/2021-22/01

National Housing Bank invites online applications for the following posts.

Post: Assistant Manager, Deputy Manager, Regional Manager.

Total vacancy: 17. Assistant Manager 14, Deputy Manager 2, Regional Manager 1.

Eligibility: post wise different.

Age limit: post wise different.

Pay scale:  post wise different.

Last Date of Online Application: 30 December, 2021.

……………………………………………………………………..

দ্য ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (স্কেল ওয়ান), ডেপুটি ম্যানেজার (স্কেল টু) ও রিজিয়নাল ম্যানেজার (স্কেল ফোর) – রিস্ক ম্যানেজমেন্ট পদে ১৭ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৩০ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (স্কেল ওয়ান): কমপক্ষে ৬০% নম্বর সহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫% নম্বর) অথবা কমপক্ষে ৫৫% নম্বর সহ যে কোনো শাখায় মাস্টার ডিগ্রি পাশ হতে হবে (তপশিলি সম্প্রদায়ের বেলায় ৫০% নম্বর পেতে হবে)৷ চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট / সিএমএ / কোম্পানি সেক্রেটারি পাশ প্রার্থীরাও আবেদন করতে পারবেন৷ বয়স : ১ ডিসেম্বর, ২০২১-এর হিসেবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে৷ তপশিলি জাতি, তপশিলি উপজাতি প্রার্থীরা ৫ বছর,  ওবিসি (নন-ক্রিমি লেয়ার) প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদের বিন্যাস: ১৪ (জেনাঃ ৬, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৩৬,০০০ টাকা থেকে ৬৩,৮৪০ টাকা৷

(২) ডেপুটি ম্যানেজার (স্কেল টু): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ এমবিএ (ফিন্যান্স) পাশ হলে ভালো হয়৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ ডিসেম্বর, ২০২১-এর হিসেবে ২৩ বছর থেকে ৩২ বছরের মধ্যে৷ তপশিলি জাতি, তপশিলি উপজাতি প্রার্থীরা ৫ বছর,  ওবিসি (নন-ক্রিমি লেয়ার) প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদের বিন্যাস: ২ (তঃউঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা৷

(৩) রিজিয়নাল ম্যানেজার (স্কেল ফোর) – রিস্ক ম্যানেজমেন্ট : যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে সঙ্গে নিম্নলিখিত যেকোনো একটি পেশাদারি কোর্স করে থাকতে হবে -গ্লোবাল অ্যাসোসিয়েশন অফ রিস্ক প্রফেশনাল থেকে ফিন্যান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্টের কোর্স বা পিআরএমআইএ ইনস্টিটিউট থেকে প্রফেশনাল রিস্ক ম্যানেজমেন্ট সার্টিফিকেশন৷ চাটার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট চার্টার বা চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট হলে ভালো হয়৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ ডিসেম্বর, ২০২১-এর হিসেবে ৩০ বছর থেকে ৪৫ বছরের মধ্যে৷ তপশিলি জাতি, তপশিলি উপজাতি প্রার্থীরা ৫ বছর,  ওবিসি (নন-ক্রিমি লেয়ার) প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদের বিন্যাস: ১ (ওবিসি-এনসিএল)৷ বেতনক্রম: ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা৷

আবেদনের পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.nhb.org.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইনে আবেদন করার আগে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে নেবেন৷ প্রার্থীর ছবি (৪.×৩.৫ সেমি মাপের) স্ক্যান করতে হবে (আয়তন ২০×২৩০ পিক্সেল, মাপ হতে হবে ২০-৫০ কেবির মধ্যে) , সাদা কাগজে কালো কালির পেন দিয়ে স্বাক্ষর করতে হবে (আয়তন ১৪×৬০ পিক্সেল) মাপ হতে হবে ১০-২০ কেবির মধ্যে, সাদা কাগজে কালো বা নীল কালিতে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ (আয়তন ২৪×২৪০ পিক্সেল) মাপ হতে হবে ২০-৫০ কেবির মধ্যে ও সাদা কাগজে কালো কালিতে নিজের হাতে  ডিক্লেরেশন লিখে স্ক্যান  “I,—(Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.”)  করতে হবে যার আয়তন ৮০×৪০০ পিক্সেল, মাপ হতে হবে ৫০-১০০ কেবির মধ্যে৷ আবেদন ফি (তপশিলি ও প্রতিবন্ধী ১৭৫ টাকা, অন্যান্য ৮৫০ টাকা) ডেবিট কার্ড / ক্রেডিট কার্ড/ইন্টারনেট ব্যাঙ্কিং/আইএমপিএস/ক্যাশ কার্ড / মোবাইল ওয়ালেটের মাধ্যমে জমা করতে পারবেন৷ আবেদনপত্র পূরণ করার পর ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করলেই কম্পিউটার জেনারেটেড ই-রিসিট, রেজিস্ট্রেশন নম্বর আর পাসওয়ার্ডপাওয়া যাবে, যার প্রিন্ট নিয়ে নেবেন৷ পরীক্ষার কল লেটার ডাউনলোড করতে এই রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ডটি-এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার পদের প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ রিজিয়নাল ম্যানেজার পদের প্রার্থী বাছাই হবে শর্টলিস্টিং ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের অনলাইন পরীক্ষা হবে অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ এই দু’ভাগে৷ অবজেক্টিভ পরীক্ষা হবে ৩ ঘণ্টা সময়সীমার ২০০ নম্বরের৷প্রশ্ন হবে এই সব বিষয়ে -রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপ্ঢিটিউড (৪৫টি প্রশ্ন, ৬০ নম্বর, ৬০ মিনিট সময়),  জেনারেল অ্যাওয়ারনেস (উইথ স্পেশাল ফোকাস অন ইকোনমি অ্যান্ড ব্যাঙ্কিং) অ্যান্ড কম্পিউটার নলেজ (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর, ৪০ মিনিট সময়), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (২৫টি প্রশ্ন, ৩০ নম্বর, ৩৫ মিনিট সময়), কোয়ান্টিটেটিভ অ্যাপ্ঢিটিউড (৩৫টি প্রশ্ন, ৬০ নম্বর, ৪৫ মিনিট সময়)৷ ডেসক্রিপটিভ ইংলিশ পরীক্ষা হবে লেটার রাইটিং ও এসে রাইটিংয়ের ওপর৷ ৩০ মিনিট সময়ে ২৫ নম্বরের পরীক্ষা হবে৷ ইন্টারভিউ হবে ৫০ নম্বরের৷ ডেপুটি ম্যানেজার পদের অনলাইন অবজেক্টিভ পরীক্ষা হবে ২ ঘণ্টা সময়সীমার ২০০ নম্বরের৷প্রশ্ন হবে এই সব বিষয়ে -রিজনিং (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর),  জেনারেল অ্যাওয়ারনেস (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্ঢিটিউড (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর), প্রফেশনাল নলেজ – রিস্ক, ক্রেডিট অ্যান্ড অডিট (৫০টি প্রশ্ন, ১০০ নম্বর)৷ ইন্টারভিউ হবে ১০০ নম্বরের৷ অনলাইন লিখিত পরীক্ষা হবে ২০২২ সালের জানুয়ারি / ফেব্রুয়ারি মাসে৷ ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে৷ পরীক্ষা হবে ভারতের বিভিন্ন শহরে৷ পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্র হল-কলকাতা / বৃহত্তর কলকাতা৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official websitehttps://nhb.org.in/en/

Get detailsClick Here

Share it :