Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

BHARAT ELECTRONICS LTD. RECRUITS 36 PROJECT ENGINEERS / কেন্দ্রীয় সংস্থায় ৩৬ প্রোজেক্ট ইঞ্জিনিয়ার

Advt. No. 383/PE-I/HR/ES/2021-22

Engineering Services Division of Bharat Electronics Ltd. is inviting applications to recruit Project Engineer-1 on contractual basis.

Post: Project Engineer-1

Total Vacancy: 36 [UR-14, SC-6, ST-3, OBC(NCL)- 9, EWS-4]

Eligibility: Full time BE/B.Tech in Civil / Electrical / EEE / Mechanical Engineering with First Class for General, EWS & OBC (NCL) candidates. Pass Class for SC/ST/PwBD Candidates. Must have 2 years of industrial experience.

Age limit: 28 years

Consolidated Remuneration: 1st Year – Rs. 35,000/- 2nd Year – Rs.40,000/- 3rd Year – Rs. 45,000/- 4th Year – Rs. 50,000/-

Application Fee: Rs. 500/- for General/OBC(NCL)/EWS candidates.

Last Date of Receipt of Application: 26th December, 2021

………………………………………………

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I পদে ৩৬ জন নিয়োগ করবে ২ বছর চুক্তির ভিত্তিতে৷ পরবর্তীতে আরও ২ বছর চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে৷ নিয়োগ করা হবে এইসব অঞ্চলে – ফ্রেজারগঞ্জ (পশ্চিমবঙ্গ), বেঙ্গালুরু (কর্ণাটক), ক্যাম্পবেল বে দিগিলিপুর (আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ), লেহ (লাদাখ), অবন্তিপুর (জম্মু ও কাশ্মীর), বিতরা, আমিনি (লাক্ষাদ্বীপ)৷ দরখাস্ত পাঠাতে হবে ২৬ ডিসেম্বর, ২০২১-এর মধ্যে৷ যোগ্যতা : সিভিল,  ইলেকট্রিক্যাল / ইইই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় প্রথম শ্রেণিতে বিই / বিটেক পাশ প্রার্থীরা আবেদনের যোগ্য৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা সংশ্লিষ্ট শাখায় বিই / বিটেক পাশ হলে আবেদন করতে পারবেন৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের ইন্ডাস্ট্রিয়াল অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স : বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১-এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি (এনসিএল) প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ এককালীন বেতন : প্রথম বছরে প্রতি মাসে ৩৫,০০০ টাকা, দ্বিতীয় বছরে প্রতি মাসে ৪০,০০০ টাকা, তৃতীয় বছরে প্রতি মাসে ৪৫,০০০ টাকা, চতুর্থ বছরে প্রতি মাসে ৫০,০০০ টাকা৷

যোগ্যতা অনুযায়ী শূন্যপদ : মোট শূন্যপদ ৩৬ (জেনাঃ ১৪, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি (এনসিএল) ৯, আর্থিকভাবে অনগ্রসর ৪)৷ (১) বিই / বিটেক (সিভিল)-২৪৷ (২) বিই / বিটেক (ইলেকট্রিক্যাল / ইইই)-৬৷ (৩) বিই / বিটেক (মেকানিক্যাল)-৬৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.bel-india.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট স্থানে প্রার্থীর সম্প্রতিককালে তোলা পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ জেনারেল / ওবিসি (এনসিএল) / আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের দরখাস্ত ফি ৫০০ টাকা অনলাইনে বা অফলাইনে এসবিআই কালেক্টের মাধ্যমে জমা করতে হবে৷ ফি জমা দেওয়ার পরে প্রাপ্ত “SBI Collect reference No.” দরখাস্তের মধ্যে লিখে দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে জমা দেওয়া দরখাস্ত ফি-র রিসিপ্ঢ ও অভিজ্ঞতা সর্ম্পকিত লেখা তথ্য এবং মাধ্যমিকের মার্কশিট ও শংসাপত্র (জন্ম প্রমাণপত্র), বিই / বিটেক পরীক্ষার প্রতি সেমেস্টারের মার্কশিট, ডিগ্রি সার্টিফিকেট, কাস্ট / শারীরিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট (যদি থাকে), অভিজ্ঞতার প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি খামে ভরে তার উপর পদের নাম(Project Engineer-I Civil / Electrical / Mechanical) লিখে অর্ডিনারি বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় – To The Manager (HR / ES & SW), Bharat Electronics Limited, Jalahalli Post, Bengaluru – 560013৷

প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: www.bel-india.in

Official Notification: Click Here

Share it :