Advt. No. 97
Broadcast Engineering Consultants India Limited invites online applications for the following posts for deployment in All India Institute of Medical Sciences, Kalyani.
Post: Store Keeper cum Clerk, Pharmacist, Upper division clerk / Data entry operator, Gas Steward, Medical Record Technician, Laboratory Technician, Librarian Grade III.
Total vacancy: 80. Store Keeper cum Clerk 3, Pharmacist 2, Upper division clerk / Data entry operator 36, Gas Steward 1, Medical Record Technician 2, Laboratory Technician 33, Librarian Grade III 3.
Eligibility: post wise different.
Age limit: post wise different.
Salary: post wise different.
Last Date of Online Application: 18th December, 2021.
……………………………………………………………………………..
কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড স্টোর কিপার কাম ক্লার্ক, ফার্মাসিস্ট, আপার ডিভিশন ক্লার্ক / ডেটা এন্ট্রি অপারেটর, গ্যাস স্টুয়ার্ড, মেডিক্যাল রেকর্ড টেকনিশিয়ান, ল্যাবরেটরি টেকনিশিয়ান, লাইব্রেরিয়ান গ্রেড থ্রি পদে ৮০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৮ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) আপার ডিভিশন ক্লার্ক / ডেটা এন্ট্রি অপারেটর: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ ফার্মাসিতে ডিগ্রি পাশ ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৬৷ এককালীন বেতনক্রম: প্রতি মাসে ২৪,৮০০ টাকা৷
(২) ল্যাবরেটরি টেকনিশিয়ান: বিজ্ঞান শাখায় গ্র্যাজুয়েট হতে হবে অথবা বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷ মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিকে ডিপ্লোমা পাশ হতে হবে ও সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ এইমস-এ কর্মরতদের জন্য ১০ বছরের বয়সের ছাড় রয়েছে৷ শূন্যপদ: ৩৩৷ এককালীন বেতনক্রম: প্রতি মাসে ২৬,১০০ টাকা৷
(৩) স্টোর কিপার কাম ক্লার্ক: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ও স্টোর হ্যান্ডলিংয়ের কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ মেটিরিয়াল ম্যানেজমেন্টে পিজি ডিগ্রি / ডিপ্লোমা পাশ হলে ভালো হয়৷ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৷ এককালীন বেতনক্রম: প্রতি মাসে ২৩,১০০ টাকা৷
(৪) ফার্মাসিস্ট: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান / বোর্ড থেকে ফার্মাসি’তে ডিপ্লোমা পাশ হতে হবে ও ফার্মাসিস্ট হিসেবে বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ ফার্মাসিতে ডিগ্রি পাশ ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ এইমস-এ কর্মরতদের জন্য ১০ বছরের বয়সের ছাড় রয়েছে৷ শূন্যপদ: ২৷ এককালীন বেতনক্রম: প্রতি মাসে ২৬,১০০ টাকা৷
(৫) লাইব্রেরিয়ান গ্রেড থ্রি: বি.এসসি পাশ ও লাইব্রেরি সায়েন্সে ব্যাচেলর ডিগ্রিপাশ হতে হবে৷ ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ২৫টি শব্দ তোলার গতি ও সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ এইমস-এ কর্মরতদের জন্য ১০ বছরের বয়সের ছাড় রয়েছে৷ শূন্যপদ: ৩৷ এককালীন বেতনক্রম: প্রতি মাসে ৪৩,৯০০ টাকা৷
(৬) মেডিক্যাল রেকর্ড টেকনিশিয়ান: উচ্চমাধ্যমিক পাশ হতে হবে (বিজ্ঞান শাখায় পাশ হলে অগ্রাধিকার পাবেন)৷ মেডিক্যাল রেকর্ড ট্রেনিংয়ে কমপক্ষে ৬ মাসের সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷ এককালীন বেতনক্রম: প্রতি মাসে ২৪,৮০০ টাকা৷
(৭) গ্যাস স্টুয়ার্ড: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশের পর ২০০ শয্যাবিশিষ্ট কোনো সরকারি হাসপাতালে মেডিক্যাল গ্যাস পাইপ লাইন সিস্টেমের কাজে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ট্রেড সার্টিফিকেট বা আইটিআই পাশের পর ২০০ শয্যাবিশিষ্ট কোনো সরকারি হাসপাতালে মেডিক্যাল গ্যাস পাইপ লাইন সিস্টেমের কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতনক্রম: প্রতি মাসে ২৬,১০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.becil.com বা https://becilregistration.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ প্রার্থীকে দরখাস্ত করার সময় পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই, মাধ্যমিক পাশের সার্টিফিকেট ও কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) ১০০ কেবি সাইজের মধ্যে জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৭৫০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ/ শারীরিক প্রতিবন্ধী / আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের ৪৫০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ জিএসটি ও ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত লাগবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: www.becil.com
Get details: Click Here