Staff Selection Commission invites online applications for the following posts.
Post: Assistant Audit Officer, Assistant Accounts Officer, Assistant Section Officer, Assistant, Inspector of Income Tax, Inspector, Assistant Enforcement Officer, Sub Inspector, Inspector Posts, Assistant / Superintendent, Research Assistant, Divisional Assistant, JSO, Statistical Investigator Grade-II.
Eligibility: Graduate.
Age limit: post wise different.
Salary: post wise different.
Last Date of Online Application: 23 January, 2022.
………………………………………………………………………………
স্টাফ সিলেকশন কমিশনের ‘কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন – ২০২১’- এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের কার্যালয়েঅ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট, ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্টঅফিসার, সাব-ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট / সুপারিনটেন্ড্যান্ট, ইন্সপেক্টর পোস্টস, জুনিয়র স্ট্যাটিস্টিক্যালঅফিসার, অডিটর, অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট/আপার ডিভিশন ক্লার্কস, ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট, আপার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড-টু, ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট পদে কয়েক হাজার ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৩ জানুয়ারি, ২০২২ রাত সাড়ে ১১টার মধ্যে৷
বয়স: প্রতিটি পদের বেলায় ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী বয়সের হিসেব করতে হবে৷পদ অনুযায়ী বয়স বিভিন্ন৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর, বিধবা ও বিবাহ-বিচ্ছিন্না মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে ৮ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন৷
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ ‘জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার’ পদের ক্ষেত্রে ম্যাথমেটিক্স বিষয়ে ৬০% নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর যে কোনো শাখায় স্ট্যাটিস্টিকস বিষয় নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ ‘অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার/ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার’ পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট হতে হবে৷ চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট / কোম্পানি সেক্রেটারি অথবা কমার্স / বিজনেস স্টাডিজ / বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ফিনান্স) / বিজনেস ইকোনমিক্স-এ মাস্টার ডিগ্রি পাশ হলে ভালো হয়৷ ‘স্ট্যাটিসটিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড টু’ পদের ক্ষেত্রে স্ট্যাটিস্টিকস বিষয় নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই ৩ বছরের গ্র্যাজুয়েশন স্তরে ৬টি সেমেস্টারে স্ট্যাটিস্টিকস বিষয় পড়ে থাকতে হবে৷ ন্যাশনাল কোম্পানি ল অ্যাপেলেট ট্রাইব্যুনালে NCLAT) ‘অ্যাসিস্ট্যান্ট’ পদের বেলায় গ্র্যাজুয়েট হতে হবে৷ আইনে গ্র্যাজুয়েট হলে ভালো হয়৷ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে NHRC) ‘রিসার্চ অ্যাসিস্ট্যান্ট’ পদের বেলায় গ্র্যাজুয়েট হতে হবে৷ গবেষণার কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷
‘সি’ গ্রুপে চাকরি হবে এইসব পদে:
(১) অডিটর: বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে৷ নিয়োগ হবে ক্যাগ, সিজিডিএ ও অন্যান্য মন্ত্রকের অধীনে থাকা বিভিন্ন বিভাগ / দপ্তরে৷
(২) অ্যাকাউন্ট্যান্ট: বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে৷ নিয়োগ হবে ক্যাগের অধীনে থাকা বিভিন্ন দপ্তরে৷
(৩) অ্যাকাউন্ট্যান্ট / জুনিয়র অ্যাকউন্ট্যান্ট : বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে৷ নিয়োগ হবে অন্যান্য মন্ত্রকের বিভিন্ন বিভাগে৷
(৪) ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স: বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷নিয়োগ হবে কেন্দ্রীয় সরকারের সিবিডিটি-তে৷
(৫) সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট/আপার ডিভিশন ক্লার্কস : বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ নিয়োগ হবে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকে ও অন্যান্য দপ্তরে৷
(৬) ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট : বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ নিয়োগ হবে কেন্দ্রীয় সরকারের সিবিআইসি ও সিবিডিটি-তে৷
(৭) সাব-ইন্সপেক্টর : বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ নিয়োগ হবে সেন্ট্রাল ব্যুরো অফ ন্যারোটিক্সে৷
‘বি’ গ্রুপে চাকরি হবে এইসব পদে:
(১) অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার (গেজেটেড) : বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ নিয়োগ হবে ক্যাগের অধীনে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে৷
(২) অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার (গেজেটেড) : বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে৷ নিয়োগ হবে সেন্ট্রাল ক্যাগের অধীনে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে৷
(৩) অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার: বয়স হতে হবে ২০ বছর থেকে ৩০ বছরের মধ্যে৷ নিয়োগ হবে সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস, রেলমন্ত্রক, বিদেশ মন্ত্রক, এএফএইচকিউতে৷
(৪) অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার: বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে৷ নিয়োগ হবে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ওতথ্য প্রযুক্তি মন্ত্রক, ইন্টেলিজেন্স ব্যুরো ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে৷
(৫) অ্যাসিস্ট্যান্ট: বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে৷ নিয়োগ হবে বিভিন্ন মন্ত্রকের কার্যালয় ও অন্যান্য অর্গানাইজেশনে৷
(৬) অ্যাসিস্ট্যান্ট/সুপারিনটেন্ড্যাট: বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ নিয়োগ হবে ইন্ডিয়ান কোস্ট গার্ডে৷
(৭) ইন্সপেক্টর (সেন্ট্রাল এক্সাইজ অ্যান্ড সিজিএসটি/প্রিভেন্টিভ অফিসার/ এক্সামিনার): বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ নিয়োগ হবে সিবিআইসি-এর অধীনে৷
(৮) অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার: বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ নিয়োগ হবে ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট ও রাজস্ব আদায় বিভাগে৷
(৯) সাব ইন্সপেক্টর: বয়স হতে হবে ২০ বছর থেকে ৩০ বছরের মধ্যে৷ নিয়োগ হবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে৷
(১০) ইন্সপেক্টর পোস্টস: বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে৷ নিয়োগ হবে ডাকবিভাগে৷
(১১) ইন্সপেক্টর: বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে৷ নিয়োগ হবে সেন্ট্রাল ব্যুরো অফ নারকোটিক্স-এ৷
(১২) অ্যাসিস্ট্যান্ট: বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ নিয়োগ হবে ন্যাশনাল কোম্পানি ল অ্যাপেলেট ট্রাইব্যুনাল, বিভিন্ন মন্ত্রকের কার্যালয় ও অন্যান্য অর্গানাইজেশনে৷
(১৩) সাব-ইন্সপেক্টর: বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷নিয়োগ হবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি-তে৷
(১৪) রিসার্চ অ্যাসিস্ট্যান্ট: বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ নিয়োগ হবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে৷
(১৫) ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট: বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ নিয়োগ হবে ক্যাগের অধীনে থাকা বিভিন্ন দপ্তরে৷
(১৬) জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার: বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে৷ নিয়োগ হবে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেনে৷
(১৭) স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড-টু: বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ নিয়োগ হবে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ায়৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনেhttp://www.ssc.nic.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ প্রথমে নাম নথিভুক্ত করতে হবে৷ নথিভুক্ত করতে নিজের নাম, বাবার নাম, মা-র নাম, জেন্ডার, জন্ম-তারিখ, ক্যাটেগরি, স্থায়ী ঠিকানা লিখতে হবে৷ রেজিস্ট্রেশন সাবমিট করলে রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে সেটি কোথাও লিখে রাখতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ২০ কেবি থেকে ৫০ কেবি ও সই ১০ কেবি থেকে ২০ কেবি সাইজের মধ্যে জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে নেট ব্যাঙ্কিং বা ভিসা / মাস্টার কার্ড বা মায়েস্ত্রো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড-এর মারফত বা অফলাইনে এসবিআইয়ের যে কোনো শাখায় চালান মারফত জমা করতে হবে৷ অনলাইনে ফি জমা করতে হবে ২৫ জানুয়ারি, ২০২২ রাত সাড়ে ১১টার মধ্যে৷ মহিলা, তপশিলি সম্প্রদায়, প্রাক্তন সমরকর্মী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনে ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিতে হবে৷ পূর্ব ভারতের পরীক্ষা কেন্দ্রগুলি হল-কলকাতা (৪৪১০), শিলিগুড়ি (৪৪১৫), আসানসোল (৪৪১৭), কল্যাণী (৪৪১৯), বোকারো (৪২০১), হাজারিবাগ (৪২০৪), জামশেদপুর (৪২০৭), গ্যাংটক (৪০০১), রাঁচি (৪২০৫), বালাসোর (৪৬০১), ঢেঙ্কানল (৪৬১১), বেরহামপুর (৪৬০২), ভুবনেশ্বর (৪৬০৪), কটক (৪৬০৫), রৌরকেল্লা (৪৬১০), সম্বলপুর (৪৬০৯), পোর্ট ব্লেয়ার (৪৮০২)৷ পূর্বাঞ্চলের ওয়েবসাইট হলwww.sscer.org৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই হবে চারটি ধাপে -টায়ার- ওয়ান : কম্পিউটার বেসড এক্সামিনেশন, টায়ার-টু : কম্পিউটার বেসড এক্সামিনেশন, টায়ার-থ্রি : পেন অ্যান্ড পেপার মোড ডেসক্রিপটিভ পেপার, টায়ার-ফোর : কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট / স্কিল টেস্ট / ডকুমেন্ট ভেরিফিকেশন৷ টায়ার-ওয়ান এক্সামিনেশন : ৬০ মিনিট সময় সীমার ২০০ নম্বরের অবেজেকটিভ টাইপ প্রশ্নপত্র হবে এইসব বিষয়ের-জেনারেল ইন্টেলিজেন্স / রিজনিং (২৫টি প্রশ্ন, ৫০ নম্বর), জেনারেল অ্যাওয়ারনেস (২৫টি প্রশ্ন, ৫০ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্ঢিটিউড (২৫টি প্রশ্ন, ৫০ নম্বর), ইংলিশ কম্প্রিহেনশন (২৫টি প্রশ্ন, ৫০ নম্বর)৷ নেগেটিভ মার্কিং থাকবে৷ প্রতি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ০.৫০ নম্বর কাটা যাবে৷ এতে সফল প্রার্থীদের টায়ার-টু পরীক্ষা দিতে হবে৷ টায়ার-টু এক্সামিনেশন : ১২০ মিনিট সময় সীমার ৮০০ নম্বরের অবজেকটিভ টাইপ প্রশ্নপত্র হবে এইসব বিষয়ে- কোয়ান্টিটেটিভ এবিলিটিস (১০০ টি প্রশ্ন, ২০০ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনসন (২০০টি প্রশ্ন, ২০০ নম্বর), স্ট্যাটিস্টিক্স (১০০টি প্রশ্ন, ২০০ নম্বর), জেনারেল স্টাডিজ (ফিনান্স অ্যান্ড ইকোনমিক্স) (১০০টি প্রশ্ন, ২০০ নম্বর)৷ এতে পাশ করার পর টায়ার-থ্রি পরীক্ষা দিতে হবে৷ টায়ার-থ্রি এক্সামিনেশন : ৬০ মিনিট সময় সীমার ১০০ নম্বরের ডেসক্রিপটিভ পেপার হবে ইংরেজি বা হিন্দি ভাষায় -এসে / প্রেসি / লেটার / অ্যাপ্লিকেশন লিখতে হবে৷ টায়ার-থ্রি পাশ করা প্রার্থীদের টায়ার-ফোর কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট / স্কিল টেস্ট / ডকুমেন্ট ভেরিফিকেশন হবার পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website:https://ssc.nic.in/
Get details: Click Here