Advt. No. 12/2021
NTPC Limited invites online applications for the following posts though CLAT-2021.
Post: Assistant Law Officer.
Total vacancy: 10 (UR 6, SC 1, OBC 2, EWS 1).
Eligibility: Bachelor degree in Law with minimum 60%.
Age limit: Maximum 30 years (as on 07/01/2022).
Salary: 30,000/- to 1,20,000/-.
Last Date of Online Application: 7 January, 2022 up to 5 pm.
…………………………………………………………………………..
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা এনটিপিসি লিমিটেড ‘অ্যাসিস্ট্যান্ট ল অফিসার’ পদে ১০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ প্রার্থীদের অবশ্যই কমন ল অ্যাডমিশন টেস্ট ২০২১ পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামের পরীক্ষা দিতে হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৭ জানুয়ারি, ২০২২ এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০% নম্বর সহ (তঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫% নম্বর) আইন বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে ও বার কাউন্সিলে নিজেদের নাম নথিভুক্ত থাকতে হবে৷ বয়স হতে হবে ৭ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৩০,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইেচ www.career.ntpc.co.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷দরখাস্তের ফি ৩০০ টাকা অনলাইনে নেট ব্যাঙ্কিং বা ডেবিট / ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দিতে হবে অথবা অফলাইনে প্রিন্টআউট করা পে-ইন স্লিপের মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিম্নলিখিত অ্যাকাউন্টে জমা দিতে হবে -অ্যাকাউন্ট নং ৩০৯৮৭৯১৯৯৯৩, ক্যাগ ব্রাঞ্চ, নিউ দিল্লি৷ তপশিলি সম্প্রদায়, মহিলা, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ দরখাস্ত পূরণের সময়ে প্রার্থীদের অবশ্যই ক্ল্যাট পরীক্ষার অ্যাডমিট কার্ডের নম্বর উল্লেখ করে দিতে হবে৷নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website: https://careers.ntpc.co.in/
Get details: Click Here